ফেসবুকের না
১ জুলাই ২০১৩ফেসবুক অবশ্য খুব সহজে এই সিদ্ধান্ত নেয়নি৷ গত মাসে প্রতিষ্ঠানটি এক বিতর্কে জড়িয়ে পড়ে৷ অভিযোগ, ফেসবুকে তৈরি বিভিন্ন পাতার মাধ্যমে নারীর প্রতি সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগের পর বেশ কিছু প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন প্রদান থেকে বিরত থাকার ঘোষণা দেয়৷
বিষয়টি সুরাহায় ফেসবুক গত মাসেই উদ্যোগ গ্রহণ করে এবং তাদের এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের আভাস দেয়৷ সেটা না করে উপায়ও ছিল না৷ কেননা প্রতিষ্ঠানটির আয়ের ৮৫ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে৷ আর বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নের বেশি৷
গত ২৮ জুন, ২০১৩ তারিখে ফেসবুক বিজ্ঞাপনের বিষয়ে তাদের নতুন নীতিগত অবস্থান প্রকাশ করেছে৷ এই নীতিমালার আওতায় প্রাপ্ত বয়স্কদের উপযোগী পণ্য বিক্রিয়কারী কোনো প্রতিষ্ঠানের পাতা এসংক্রান্ত ফিচার বিজ্ঞাপন প্রকাশের সুযোগ পাবে না৷ এর আগে এ ধরনের পাতা বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়তো না, কেননা সেগুলো ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করেনি৷ এখন বিষয়টি তেমন থাকছে না৷
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে ফেসবুকে সকলের তথ্য শেয়ারের অধিকার রক্ষা করা এবং একই সঙ্গে কিছু মানুষ ও ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু বিষয়বস্তু প্রকাশ না করা৷''
তবে এরকম বিজ্ঞাপনমুক্ত পাতা এবং গ্রুপ পুরোপুরি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি ফেসবুক৷ বরং বিজ্ঞাপন প্রদানের সুযোগ না পেলেও এরকম পাতা এবং গ্রুপ বহাল তবিয়তে থাকতে পারবে৷
আপাতত যৌনতা এবং সহিংসতা বিষয়ক বিজ্ঞাপনগুলো ‘ম্যানুয়ালি' সনাক্ত করবে ফেসবুক৷ অর্থাৎ কেউ কোনো বিজ্ঞাপনের বিষয়ে আপত্তি জানালে ফেসবুকের কোনো কর্মী সেই আপত্তি পর্যবেক্ষণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে কাজ করছে ফেসবুক৷
এআই/ডিজি (এএফপি, রয়টার্স)