1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন সহিংসতার প্রতিবাদ করলেন মিস পেরু

৩ নভেম্বর ২০১৭

মিস পেরু সুন্দরী প্রতিযোগিতায় এক অভাবনীয় ঘটনা ঘটালেন প্রতিযোগীরা৷ নিজেদের শরীরের নানা অংশের মাপ জানানোর বদলে জানালেন অন্য কিছু, যা হতবাক করে দিয়েছে অসংখ্য মানুষকে৷

https://p.dw.com/p/2mxex
Screenshot Mi Canal Peru | Miss Peru
ছবি: Mi Canal Peru

রবিবার ‘মিস পেরু' প্রতিযোগিতার এক পর্যায়ে যেখানে প্রতিযোগীদের শারীরিক মাপ জানানোর কথা, সেখানে দেশটিতে নারীদের উপর যৌন সহিংসতার পরিসংখ্যান তুলে ধরেন প্রতিযোগীরা৷ কামিলা কানিকোবা নামের এক প্রতিযোগী বলেন, ‘‘আমার শারীরিক মাপ হচ্ছে... আমার দেশে গত নয় বছরে পুরুষের হাতে নারী নিহতের সংখ্যা ২,২০২টি৷''

আরেক প্রতিযোগী সামান্থা বাটালানোস বলেন, ‘‘আমার শারীরিক মাপ হচ্ছে... প্রতি দশ মিনিটে একটি মেয়ে যৌন শোষনের শিকার হয়ে মারা যাচ্ছে৷'' আরেক প্রতিযোগী ইয়োনা আকেভেডো বলেন, ‘‘আমাদের দেশের সত্তর শতাংশের বেশি মেয়ে রাস্তায় হেনস্থার শিকার হয়েছেন৷'' এভাবে একের পর এক বেশ কয়েকজন প্রতিযোগী পেরু-তে নারী নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন৷

মিস পেরু প্রতিযোগিতার এই অংশের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে৷ অনেকেই প্রতিযোগীদের এই সাহসিকতার প্রশংসা করেছেন৷ আর সেই প্রতিযোগিতায় ‘মিস পেরু' নির্বাচিত হওয়া বিশ বছর বয়সি রোমিনা লোজানো বুধবার বলেছেন যে, ‘‘আমি সমাজের সেইসব নারীকে সহায়তা করতে চাই, যারা এতকাল মুখ বুঁজে ছিলেন৷ আমি তাদের জন্য কথা বলবো৷''

এআই/এসিবি