যেসব কারণে আপনি জার্মানিতে ধমক খেতে পারেন
নিয়মকানুন মানার ব্যাপারে জার্মানদের বেশ কড়াকড়ি৷ প্রায় সবকিছুর জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলাটা এক ধরনের অভ্যাস, ভুল ধরিয়ে দেয়াটাও৷ ফলে অজানা কোনো নিয়ম না মানার কারণে রাস্তাঘাটে ধমক খাওয়াটাও অস্বাভাবিক নয়৷
সাইকেল-হাঁটার আলাদা পথ
জার্মানিতে বেশিরভাগ রাস্তায় গাড়ি, সাইকেল ও পথচারীদের চলাচলে আলাদা জায়গা রয়েছে৷ এর মধ্যে উলটাপালটা হলেই বিপদ৷ হাঁটার রাস্তায় কেউ না থাকলেও আপনি সাইকেল চালাতে পারবেন না৷ আবার সাইকেলের রাস্তায় হাঁটতে থাকলে কেউ কোনো ধরনের হর্ন না দিয়েই আপনাকে শিক্ষা দেয়ার জন্য ধাক্কাও দিয়ে দিতে পারে৷
কুকুরের মল
জার্মানিতে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় কুকুর৷ নানা প্রজাতির কুকুর হাতে জার্মানদের রাস্তায় হাঁটতে দেখা যায়৷ কুকুর পালনের জন্য বাসস্থান, সেবা করার যোগ্যতা, স্বাস্থ্যবিমা ইত্যাদি নিশ্চিত করতে হবে৷ রাস্তায় বা অন্য কোনো স্থানে যদি আপনার কুকুর মলত্যাগ করে, সঙ্গে সঙ্গে তা নির্দিষ্ট পলিথিনে তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে আপনাকে ফেলতে হবে৷ তা না করলে জরিমানার সুযোগ তো থাকছেই, ভর্ৎসনাও শুনতে হতে পারে৷
শিশুদের জন্য উদাহরণ
এমনিতে জার্মানরা আইনকানুন মেনে চললেও রাস্তা পেরনোর সময় গাড়ি না থাকলে প্রায়ই সিগনাল ছাড়াই দৌড় দিতে দেখা যায় তাদের৷ কিন্তু আশেপাশে যদি কোনো শিশু থাকে, তাহলে এমন করাটা বেশ বাজে দৃষ্টিতে দেখা হয়৷ অধিকাংশ জার্মানই নিজের সন্তানকে নিয়ে বাইরে বের হন নানা কিছু নিজের চোখে দেখে শেখার জন্য৷ নিজের শিশু সন্তানকে নিশ্চয়ই আপনি লাল বাতি জ্বলার মধ্যে দৌড় দেয়া শেখাতে চাইবেন না!
সময় মেনে চলুন
জার্মানরা প্রচণ্ড নিয়মানুবর্তী৷ তবে নিজেরা সময় মেনে চলায় তাদের যেমন আগ্রহ, কেউ সময় না মানলে তাকে এ ব্যাপারে উপদেশ দেয়ায় তারা আরো বেশি আগ্রহ পান৷ জার্মানিতে একটা প্রবাদও রয়েছে এ নিয়ে৷ সময়মতো আসা মানে ঠিক সময়ে আসা না, বরং সময়ের কয়েক মিনিট আগে আসা৷
সঠিক বিনে সঠিক আবর্জনা
জার্মানিতে প্লাস্টিক, পচনশীল বর্জ্য, কাগজ, কাঁচ, এমনকি কাপড় ফেলার জন্যও আলাদা আলাদা বিনের ব্যবস্থা রয়েছে৷ এসব বিন নির্দিষ্ট রঙ দিয়ে চিহ্নিত করা থাকে৷ পরিবেশের ব্যাপারে অধিকাংশ জার্মানই বেশ সচেতন৷ আর এসব বিনে আলাদা বর্জ্য ফেলার উদ্দেশ্য হলো, পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানো৷ ফলে তারপরও এক ধরনের বর্জ্য অন্য ধরনের বিনে ফেললে একটু বকা শুনতে হতেই পারে৷