যে ৯টি শহরে সবচেয়ে কম মানুষের বাস
এমন জায়গায় এসব শহর গড়ে উঠেছে যেখানে প্রচণ্ড ঠান্ডা৷ বেঁচে থাকাটাই অনেক কঠিন৷ তারপরও মানুষ বাস করে এ সব জায়গায়৷ কিন্তু সংখ্যায় খুবই কম৷ ছবিঘরে দেখে নিন এই শহরগুলো৷
নিউ-ওলেসুন্ড, নরওয়ে
২০১৫ সালের জরিপ অনুযায়ী এই শহরটির জনসংখ্যা ৩৫৷
পিরামিডেন, নরওয়ে
২০১৫ সালের পরিসংখ্যান বলছে, গ্রীষ্মে এখানে ১৫ জন মানুষ থাকে, কিন্তু শীতে জনসংখ্যা কমে হয়ে যায় ৪ জন৷
লঞ্জিরবেন, নরওয়ে
নরওয়ের এই শহরটিতে জনসংখ্যা ২,১৪৪ জন৷
ব্যারেন্টসবুর্গ, নরওয়ে
এ শহরে জনসংখ্যা মাত্র ৪৭১ জন৷
গ্রিস ফিয়োর্ড, ক্যানাডা
মোট জনসংখ্যা মাত্র ১৫০ জন৷
রিসোলুট, ক্যানাডা
জনসংখ্যা ২২৯ জন৷
ডিক্সন, রাশিয়া
রাশিয়ার এই শহরটিতে ১১০০ মানুষের বাস৷
আর্কটিক উপসাগর, কানাডা
জনসংখ্যা ৮২৩
উপের্নাভিক, ডেনমার্ক
জনসংখ্যা ১১৮২৷
9 ছবি
1 | 99 ছবি