যে মরুর বুকে ফুল ফুটেছে
বুনো ফুলে ভরে গেছে পুরো মরুভূমি৷ এমন দৃশ্য মরুভূমিতে সচরাচর দেখা যায় না৷ তবে প্রকৃতির লীলাখেলা বোঝা দায়৷ সামান্য একটু আর্দ্র আবহাওয়া বদলে দিয়েছে গোটা এলাকা৷ মরুভূমি পরিণত হয়েছে উদ্যানে৷
বসন্তের ছোয়া
গত শীতকালটা বেশ আর্দ্র ছিল৷ ফলে বসন্ত আসতেই ক্যালিফোর্নিয়ার লেক ইলসিনোর ঢেকে গেছে বুনো ফুলে৷ ছবিতে জুলিয়া এবং এমিকে ফুলের সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে৷
এক ব্যতিক্রম
যুক্তরাষ্ট্রের পশ্চিমে অবস্থিত ক্যালিফোর্নিয়ার এই খরা অঞ্চলে সচরাচর এমন ফুলে ঢাকা পরিবেশ দেখা যায় না৷ তবে এ বছর কখনো ফুল ফোটেনি এমন মরু এলাকাতেও বুনো ফুলের সন্ধান পাওয়া গেছে৷ অবস্থা এমন যে দূর-দূরান্ত থেকে অনেকে আসছেন ফুলে ঢাকা এই মরুভূমি দেখতে৷
সেল্ফি তোলা
আজকাল ভালো কিছু দেখলে তা ইন্টারনেটে প্রকাশ না করলে কি চলে? ছবির এই নারী তাই বসন্তের বুনো ফুলের মাঝে নিজেকে রেখে সেল্ফি (বানানভেদে সেলফি) তুলছেন সেল্ফিস্টিক ব্যবহার করে৷
কয়েক দশক পর এমন রং
বিশেষজ্ঞরা বলছেন, এ সব বুনো ফুলের বীজ সম্ভবত কয়েক দশক ধরে খরাঞ্চলের মাটির নীচে লুকিয়ে ছিল৷ এবার খানিকটা অনুকূল পরিবেশ পেতেই ফুটে উঠেছে৷
স্থায়ী নয়
মরুর বুকে ফোটা এ সব ফুলের স্থায়িত্ব অবস্য বেশি হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, গরম বাড়তে থাকলে ফুলগুলো ঝড়ে যাবে৷ যদিও স্থানীয়রা মনে করেন, পরিবেশটা এখনকার মতো থাকলে মন্দ হয় না৷
পর্যটকদের আকর্ষণ
বুনোফুলের জন্য এখন বাড়তি আকর্ষণ থাকলেও, গরমের মধ্যে সাধারণ অবস্থাতেও অনেক পর্যটক ক্যালিফোর্নিয়ার মরু উদ্যানে ঘুরতে আসেন৷ এখানে রয়েছে হাইকিংয়ের বেশ কয়েকটি রুট৷ আর পরিবেশের প্রতি আগ্রহীরা ঈগল, দুষ্প্রাপ্য সাপ এবং বিশেষ ধরনের এক নেকড়ের দেখা পেতে আসেন এই মরু উদ্যানে৷
ভয়াবহ খরা
উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ খরা দেখা গেছে৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসের গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ দেখা দিয়েছিল ২০১৪ সালে, এই ক্যালিফোর্নিয়াতেই৷ সেই তখন থেকেই এখানকার পানির স্তর অনেক নীচে নেমে গেছে৷