1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে খেলায় আর্জেন্টিনা হারে বাংলাদেশের কাছে

২০ অক্টোবর ২০১৬

হ্যাঁ, এমনটাই ঘটেছে সম্প্রতি৷ বাংলাদেশ দলের কাছে নাস্তানাবুদ হয়েছে আর্জেন্টিনা৷ সেই টুর্নামেন্টে অবশ্য কোনো ম্যাচেই জেতেনি মেসির দেশ আর্জেন্টিনার খেলোয়াড়রা৷ টুইটারে সেই খেলা নিয়ে আলোচনাও চলছে বেশ৷

https://p.dw.com/p/2RTui
Indien Kabaddi – Indiens alter Volkssport
ছবি: DW/S. Petersmann

বলছি কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলার কথা৷ ভারতের আহমেদাবাদে মেসির দেশের কাবাডি টিমকে বাংলার টাইগাররা হারিয়েছে ৬৭-২৬ ব্যবধানে৷ টুইটারে সেকথা জানিয়েছেন অনেকে৷

এই জয় সন্তুষ্টির হলেও তাতে অবশ্য শেষরক্ষা হয়নি বাংলাদেশের৷ পাঁচটি ম্যাচ জেতার পরও সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারেনি দলটি, যদিও কাবাডি  বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামাঞ্চলে খেলাটি এখনো জনপ্রিয়৷ সেমিফাইনালে পৌঁছানো দলগুলো হচ্ছে:

বলাবাহুল্য, ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ যতটা আলোড়ন সৃষ্টি করে, কাবাডির বিশ্বকাপ ততটা করতে পারেনি৷ তা সত্ত্বেও চেষ্টার কমতি নেই৷ ভারত এই নিয়ে টানা তৃতীয়বার কাবাডি (স্টান্ডার্ড স্টাইল) বিশ্বকাপের আয়োজন করেছে৷ আগের দু'বার চ্যাম্পিয়নও ছিল তারা৷ বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে৷

টুইটারে ইংরেজিতে #২০১৬কাবাডিওয়ার্ল্ডকাপ  হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই টুইট করছেন৷ দুই টেলিভিশন হোস্ট তাদের অ্যাকাউন্ট থেকে খেলার আয়োজন সংক্রান্ত ছবির পাশাপাশি পোস্ট করেছেন নিজেদের কাবাডি সেলফিও!

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য