1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

যুক্তরাজ্যের সেনাঘাঁটির উপরে অজানা ড্রোনের টহলদারি

২৫ নভেম্বর ২০২৪

অ্যামেরিকা জানিয়েছে, যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির উপর অজানা ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলি কাদের, তা এখনো জানা যায়নি।

https://p.dw.com/p/4nNpZ
যুক্তরাজ্যের বিমানঘাঁটি
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিছবি: Mark Cosgrove/News Images/Sipa USA/picture alliance

রোববার মার্কিন সামরিক বাহিনী প্রকাশ্যে এনেছে এই তথ্য। তাদের দাবি, গত এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলিকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির উপর ঘুরতে দেখা গেছে। যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি সেনাঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলি কাদের, কেন তা বিমানঘাঁটির উপরে ঘুরছে, সবই এখনো অজানা।

২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলি কোনো অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা-ও এখনো স্পষ্ট নয়। যুক্তরাজ্যের বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, ড্রোনগুলির বিষয়ে সমস্ত তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমানঘাঁটিগুলিকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

মার্কিন, ব্রিটিশ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার হুতিদের

যে তিনটি বিমানঘাঁটির উপর ড্রোন ঘুরতে দেখা গেছে, তার একটিতে ৪৮টি ফাইটার প্লেন বা যুদ্ধবিমান আছে। ইউরোপের যে কোনো জায়গায় কমব্যাটে যাওয়া সম্ভব এখান থেকে।

দ্বিতীয় বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা, স্কুল সব আছে।

গত সপ্তাহেই যুক্তরাজ্য এবং অ্যামেরিকার দেওয়া মিসাইল নিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে ইউক্রেন। তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির উপর ড্রোন দেখা গেছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)