1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যোনশেনগ্লাডবাখ থেকে ফ্রন্টৎসেকের বিদায়, ব্রেমেন হানোফার ড্র

১৪ ফেব্রুয়ারি ২০১১

জাঙ্কট পাউলির কাছে ৩-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় একেবারে নিচে নেমে যাওয়ার একদিন পর কোচ মিশায়েল ফ্রন্টৎসেককে বিদায় দিল বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ৷ আর ৪-২ গোলে মাইন্সকে হারিয়ে একটু ভালো অবস্থানে কোলন৷

https://p.dw.com/p/10GgZ
মাইন্স, কোলন, উল্লাস, ফুটবল, জার্মানি, বুন্ডেসলিগা, ম্যোনশেনগ্লাডবাখ, ফ্রন্টৎসেক, বিদায়, ব্রেমেন, হানোফার, ড্র
মাইন্সের বিরুদ্ধে গোল করার পর কোলনারদের উল্লাসছবি: dapd

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার চলতি মৌসুমে ম্যোনশেনগ্লাডবাখ ২২ টি খেলা থেকে পেয়েছে মাত্র ১৬ পয়েন্ট৷ ফলে পয়েন্ট তালিকায় একেবারে নিচে জায়গা পেয়েছে তারা৷ এক ঘর উপরে আছে স্টুটগার্ট৷ দুই দলের মধ্যে ব্যবধান তিন পয়েন্ট৷ শেষ খেলায় জাঙ্কট পাউলির কাছে হেরেছে ৩-১ গোলে৷ আর এর আগের ম্যাচেই ৩-২ গোলে হেরেছে স্টুটগার্টের কাছে৷ যাহোক ফ্রন্টৎসেক এমন খারাপ অবস্থায় থাকা দলটির দায়িত্ব কাঁধে নিয়েছিলেন ২০০৯ সালের ১ জুলাই৷ ক্লাবের সাথে তাঁর চুক্তি ছিল ২০১৩ সালের জুন পর্যন্ত৷ এর মধ্যে বেশ খেটেখুটে গত মৌসুমে দলকে ১২তম ঘরে নিয়ে যেতে পেরেছিলেন ফ্রন্টৎসেক৷

কিন্তু এবারের যা অবস্থা তাতে লজ্জায় মাথা হেট হয়ে গেছে ক্লাব কর্তৃপক্ষের৷ তাই রবিবার ক্লাব ভাইস-প্রেসিডেন্ট রাইনার বনহফ জানিয়ে দিলেন, ‘‘মিশায়েল ফ্রন্টৎসেকের সাথে বসেই আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিলাম, আশাও ছিল৷ কিন্তু সাম্প্রতিক ফলাফল দেখে আমরা কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি৷'' অবশ্য ফ্রন্টৎসেকের জায়গায় কে আসছেন তা এখনও প্রকাশ করেননি বনহফ৷

বিল্ড পত্রিকার সাথে সাক্ষাৎকারে বিদায়ী কোচের বক্তব্য, ‘‘অবশ্যই আমিও খুব হতাশ কিন্তু আমি বুঝেছি যে ক্লাব তাদের শেষ উপায় অবলম্বন করতে চাই৷'' চলতি মৌসুমে ফ্রন্টৎসেক ষষ্ঠ কোচ যাঁকে ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিতে হলো৷ উল্লেখ্য, জার্মানির সাবেক এই আন্তর্জাতিক তারকা ১৯৮২ সালে খেলোয়াড় হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেন৷

এদিকে, রবিবার লুকাস পোডোলস্কি এবং মিলিভোয়ে নোভাকোভিচের গোলের বদৌলতে ৪-২ গোলে মাইন্সকে হারালো কোলন৷ ফলে ২৫ পয়েন্ট নিয়ে এখন ১৩'র ঘরে কোলন৷ অবশ্য মাইন্স বেশ এগিয়ে৷ ৩৭ পয়েন্ট নিয়ে ৫ম ঘরেই অবস্থান মাইন্সের৷

রবিবারের অপর খেলায় ১৪তম স্থানে থাকা ভের্ডার ব্রেমেন ১-১ গোলে ড্র করল ৪র্থ ঘরের দল হানোফারের সাথে৷ ফলে তৃতীয় ঘরটি দখল করার স্বপ্ন ভঙ্গ হলো হানোফারের৷ যাহোক, সপ্তাহান্ত শেষ হলো বোরুসিয়া ডর্টমুন্ডকে শীর্ষে রেখেই৷ দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে শিরোপার জন্য প্রহর গুণছে ডর্টমুন্ড৷

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়