মোবাইল দুনিয়ায় নতুন প্রবণতা
স্মার্টফোন ছাড়া আজ অনেকেই প্রায় অসহায় বোধ করেন৷ ভবিষ্যতে এক্ষেত্রে নতুন কী ঘটতে চলেছে? বার্সেলোনা শহরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তারই কিছু ঝলক দেখা গেল৷
ব্যক্তিগত ইমোজি
লেখার পাশাপাশি বার্তায় ইমোজি পাঠানোর প্রবণতা নতুন নয়৷ এবার স্যামসাং কোম্পানির এস৯ মডেলে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে যে কেউ নিজের ‘অবতার’ তৈরি করতে পারে৷ ফলে বার্তার মধ্যে আপনারই ‘জীবন্ত’ অবতার ইমোজির মতো নানা অভিব্যক্তি ফুটিয়ে তুলছে৷
গোপন ক্যামেরা
চীনের হুয়াওয়েই কোম্পানি বার্সেলোনায় স্মার্টফোনের কোনো নতুন মডেল তুলে না ধরলেও তাদের নতুন ট্যাবলেট ও ল্যাপটপ কম্পিউটারে একটা চমক দেখা গেল৷ কিবোর্ডের এফ৬ ও এফ৭ বোতামের মাঝে লুকিয়ে রয়েছে ওয়েবক্যাম৷
কৃত্রিম হাসি কি ক্রেতা টানবে?
এই হিউম্যানয়েড রোবটের নাম পেপার৷ তাকে নাকি ‘আকর্ষণীয় ও ভালোবাসার যোগ্য’ করে তৈরি করা হয়েছে৷ শেখানো বুলি ও মুখের অভিব্যক্তির সাহায্যে এবারের মেলায় সে জুতা বিক্রির চেষ্টা করেছে৷ কিন্তু সেই হাসি দেখে কি সত্যি বিক্রি বাড়বে?
মেঘের কোলে মাথা
‘মেসেজবার্ড’ কোম্পানি ক্লাউড-ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে নতুনত্ব আনছে৷ তাই মেলায় তাদের স্টলে মেঘের সাজ৷ গুগল ও উবার কোম্পানিও তাদের গ্রাহক৷ ক্লাউড প্রযুক্তির গুরুত্ব বেড়েই চলেছে৷ সম্প্রতি ৬ কোটি ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে এই কোম্পানি৷
রোবট যখন শিল্পীর হাত
এই হিউম্যানয়েড রোবট পর্দার উপর আঁকতে পারে বটে, কিন্তু এখনো তাকে মোটেই শিল্পী বলা চলে না৷ জাপানের এনটিটি ডোকোমো কোম্পানির এই রিমোট কনট্রোলড রোবট ৫জি প্রযুক্তির সাহায্যে তার চালকের নড়াচড়া হুবহু নকল করতে পারে৷ তার আঁকা ছবির মালিকানা নিয়ে দ্বন্দ্ব এখনো কাটেনি৷
ভার্চুয়াল অ্যাডভেঞ্চার
মনোরঞ্জন শিল্পের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির বিপুল সম্ভাবনা রয়েছে৷ চোখের ঠুলির মধ্যে ভিন্ন এক পরিবেশ সৃষ্টি করতে পারে এই প্রযুক্তি৷ মেলায় এক দর্শক এক ভিআর চশমা পরে ডিজিটাল অ্যাডভেঞ্চারের জগতে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন৷
এবার পঞ্চম গিয়ারের প্রস্তুতি
মোবাইল ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর পাশাপাশি ফাইভ-জি প্রযুক্তি ব্যাপক আকারে স্বয়ংক্রিয় গাড়ি পথে নামাতে সাহায্য করবে৷ সৌদি টেলিকম নোকিয়া কোম্পানির সাহায্যে এমনই একটি গাড়ি সৃষ্টি করেছে৷ গাড়ি সহ অনেক যন্ত্রের মধ্যে ‘ইন্টারনেট অফ থিংস’ প্রযুক্তিকে নতুন মাত্রা দিচ্ছে ফাইভ-জি৷
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
বার্সেলোনা শহরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বিশ্বের সেরা প্রযুক্তি কোম্পানিগুলির উদ্ভাবনের অন্যতম প্রধান মঞ্চ হয়ে উঠেছে৷ তারা তাদের সেরা পণ্য ও পরিষেবা এখানেই তুলে ধরে৷ পারস্পরিক সহযোগিতার অনেক প্রচেষ্টা এই মেলাতেই শুরু হয়৷