1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী-বাইডেন বৈঠকে উঠেছে মানবাধিকার, বাকস্বাধীনতা প্রসঙ্গ

১১ সেপ্টেম্বর ২০২৩

নতুন দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷

https://p.dw.com/p/4WCJH
নতুন দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷
নতুন দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীছবি: India's PM Press Office/ UPI Photo/IMAGO

ভারতের রাজধানী নতুন দিল্লিতে সপ্তাহান্তে জি-টোয়েন্টি সম্মেলন চলাকালে সাংবাদিকেরা কোনো প্রশ্ন করার সুযোগ পাননি বাইডেনকে৷ ভারতের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন দিল্লি ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল যে, সম্মেলন চলাকালে কোনো বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না বাইডেন৷ 

হাসিনা-মোদীর বৈঠকে কী পেল বাংলাদেশ?

কিন্তু ভারত সফর শেষে ভিয়েতনামে গিয়ে হ্যানয়ে রোববার এক সংবাদ সম্মেলনে বাইডেন জানান যে, মোদীকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং মুক্ত গণমাধ্যমের গুরুত্বের কথা তিনি বলেছেন৷ ‘‘বরাবরের মতোই আমি একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়তে মানবাধিকারকে সম্মান করা এবং সুশীল সমাজ ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা যে গুরুত্বপূর্ণ, তা মোদীর সামনে তুলে ধরেছি,'' বলেন বাইডেন৷

পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট৷ জি-টোয়েন্টি সম্মেলন আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ দিতেও ভোলেননি তিনি৷

এদিকে, ভারতে ডয়চে ভেলের পার্টনার স্ক্রল ইন লিখেছে, ‘‘মার্কিন প্রেসিডেন্টের নতুন দিল্লি সফরকালে গণমাধ্যমকে ‘বেটার এক্সেস' দেওয়ার ওয়াশিংটনের অনুরোধ গত সপ্তাহে নাকচ করে দেয় নতুন দিল্লি৷ তখন বলা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ভিয়েতনামে সংবাদ সম্মেলন করবেন৷''

ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী সাধারণত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন না৷ গতবছর তার বার্লিন সফরের সময় এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল৷ তবে গত ২৩ জুন হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে সম্মত হন তিনি৷ সেসময় তাকে তার দেশে সংখালঘুদের প্রতি বৈষম্যসহ নানা অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে হয়েছিল৷

এআই/জেডএইচ (হোয়াইট হাউস, স্ক্রল ইন)