1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেরিল স্ট্রিপ পাচ্ছেন ‘গোল্ডেন বেয়ার’

৩ জানুয়ারি ২০১২

চলচ্চিত্র জগতের শীর্ষ এক নক্ষত্র মেরিল স্ট্রিপকে আগামী মাসে বিশেষভাবে সম্মানিত করা হবে বার্লিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ গোল্ডেন বেয়ার তুলে দেয়া হবে মেরিল স্ট্রিপের হাতে৷ বার্লিন উৎসব কর্তৃপক্ষ এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/13dAq
Info Lightbox Download Two-time Oscar-winning actress Meryl Streep talks about her role in "...first do no harm," a new movie for television during ABC's part of the Television Critic's Association's winter press tour Wednesday, Jan. 8, 1996, in Pasadena, Calif. Streep portraysa determined mother who sees her four-year-old son's treatment for epilepsy failing and defies conventional wisdom to enroll him in a controversial diet treatment. (AP Photo/Kevork Djansezian)
মেরিল স্ট্রিপছবি: AP

মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ এপর্যন্ত  ১৭বার অস্কার মনোনয়ন পেয়েছেন৷ অস্কার জিতেছেন দু'বার৷ ৬২ বছর বয়সে তিনি অভিনয় করেছেন আরেকটি বহুল আলোচিত ছবি ‘দ্যা আয়রন লেডি'-তে৷ ছবিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি৷

হলিউডের তুখোড় অভিনেত্রী হিসেবে মেরিল স্ট্রিপ নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন৷ ১৯৭৯ সালের ক্র্যামার ভার্সাস ক্র্যামার তাঁকে প্রথম অস্কার এনে দেয়৷ এরপর ১৯৮২ সালে ‘সোফিস চয়েস', ১৯৮৫ সালে ‘আউট অফ আফ্রিকা', ২০০৪ সালের ‘দ্যা মানচুরিয়ান ক্যান্ডিডেট' এবং ২০০৬ সালের ‘দ্যা ডেভিল ওয়্যার্স প্রাদা' উল্লেখযোগ্য ছবি৷ বলা প্রয়োজন ক্লিন্ট ইস্টউডের সঙ্গে করা ‘দ্যা ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি' যারা দেখেছেন তারা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি৷

Meryl Streep arrives during the 82nd Academy Awards Sunday, March 7, 2010, in the Hollywood section of Los Angeles. (AP Photo/Matt Sayles)
৮২ তম অস্কার পদক বিতরণী অনুষ্ঠানে মেরিল স্ট্রিপছবি: AP

১৪ ই ফেব্রুয়ারি তারিখে মেরিল স্ট্রিপের হাতে গোল্ডেন বেয়ার তুলে দেয়া হবে এবং সেদিনই ‘দ্যা আয়রন লেডি' দেখানো হবে উপস্থিত দর্শকদের৷ বার্লিনালের প্রধান ডিটার কসলিক উচ্ছ্বাসের সঙ্গেই জানান,‘‘মেরিল স্ট্রিপের মত নামকরা এবং জনপ্রিয় অভিনেত্রীকে আমরা কাছে পাবো, তাঁকে পুরস্কৃত করবো – তাই এবারের আয়োজনে আনন্দের মাত্রা একটু বেশি৷ মেরিল স্ট্রিপ অত্যন্ত ট্যালেন্টেড অভিনেত্রী৷ কমেডি থেকে শুরু করে অত্যন্ত সিরিয়াস ধাঁচের ছবিতে তিনি অভিনয় করে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন৷''

মেরিল স্ট্রিপ ৪০টিরও বেশি  ছবিতে অভিনয় করেছেন৷ ২০০৩ সালে তিনি আরেক ব্রিটিশ অভিনেত্রী জুলিয়ান মুর এবং নিকোল কিডম্যানের সঙ্গে ‘দ্যা আওয়ার্স' ছবিতে অভিনয় করেন৷ ‘দ্যা আয়রন লেডি'-র আগে ২০০৯ সালে তিনি অভিনয় করেছিলেন ‘জুলি এ্যান্ড জুলিয়া' ছবিতে৷ সত্যিকারের কাহিনী অবলম্বেন তৈরি এটিও একটি কমেডি ছবি৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য