মুম্বইয়ে বাড়ি ধসে মৃত ৩১, উত্তরাখণ্ডে ক্লাউড বার্স্ট
১৯ জুলাই ২০২১শনি ও রোববার অবিশ্রান্ত বৃষ্টিতে বেহাল মুম্বই। রাস্তায় জল। শহরতলির ট্রেন বেহাল। এরই মধ্যে বাড়ি ও দেওয়াল ভেঙে মারা গেছেন ৩১ জন। মুম্বইয়ে মাহুল এলাকায় একটি ছোট টিলায় ধস নামে। সেখানে একটি দেওয়াল কিছু কাঁচা বাড়ির উপর ভেঙে পড়ে। এছাড়া ভিখরোলি এলাকায় রাত আড়াইটে নাগাদ ছয়টি কাঁচা বাড়ি ধসে পড়ে। এছড়া ভান্ডুপ এলাকাতেও দেওয়াল ভেঙে একজন মারা গেছেন। এই তিনটি ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে।
মুম্বইয়ের লাইফলাইন হলো শহরতলির ট্রেন। কিন্তু লাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। অনেক ট্রেন বাতিল করতে হয়।
প্রধানমন্ত্রী মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা। আবহাওয়া দফতর ইতিমধ্যেই মুম্বইয়ে রেড অ্যালার্ট জারি করেছে। রোববার ১২ ঘণ্টায় মুম্বইতে ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তরাখণ্ডে ক্লাউড বার্স্ট
উত্তরাখণ্ডের উত্তরকাশীর মান্ডো গ্রামে ক্লাউড বার্স্ট বা মেঘ-ফাটা বৃষ্টির ফলে ফলে তিনজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা জগদম্বা প্রসাদ এই খবর দিয়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাষ, সোমবারও সেখানে প্রবল বৃষ্টি হবে। পুরো পশ্চিম হিমালয় জুড়েই মাঝারি থেকে প্রবল বৃষ্টি হতে পারে। গত সপ্তাহেই বৃষ্টির ফলে ধস নেমে ঋষিকেশ-গঙ্গোত্রী সড়ক বন্ধ হয়ে গিয়েছিল।
দিল্লিতেও বৃষ্টি
দিল্লিতেও রাতভর বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও বৃষ্টি পড়ছে। রাজধানীর অনেক জায়গাতেই জল দাঁড়িয়ে গেছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)