মুদ্রাস্ফীতিতে জর্জরিত আর্জেন্টিনার ব্যাংক নোট দিয়ে শিল্পকর্ম
আর্জেন্টিনায় এখন চরম মুদ্রাস্ফীতি চলছে৷ দেশটির ব্যাংকনোটকে শিল্পকর্মে পরিণত করে এর প্রতিক্রিয়া জানাচ্ছেন শিল্পী সার্জিও ডিয়াজ৷
ব্যাংক নোটে হ্যারি পটার
আর্জেন্টিনার শিল্পী সার্জিও ডিয়াজ আর্জেন্টিনার মুদ্রা পেসোর একটি নোটে হ্যারি পটার মুভির চরিত্র আঁকছেন৷ আর্জেন্টিনায় এখন চরম মুদ্রাস্ফীতি চলছে৷ এভাবে নোটে জনপ্রিয় সব মুভির চরিত্রের ছবি এঁকে যেন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি৷
সেঞ্চুরি হতে চলেছে
আর্জেন্টিনায় এখন মদ্রাস্ফীতির হার ১০০ ছুঁতে চলেছে৷ অর্থনৈতিক এই পরিস্থিতিতে দেশটির জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ দারিদ্র্যসীমায় চলে গেছেন৷
কেন নোটে ছবি আঁকছেন ডিয়াজ?
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘বর্তমানে নোটে ছবি আঁকাটা বেশি লাভজনক৷ কারণ সবচেয়ে বড় যে নোট আছে তাতে ছবি এঁকে বিক্রি করলে ঐ নোটের চেয়ে বেশি মূল্য পাওয়া যাচ্ছে৷’’
অন্য মুদ্রায়ও ছবি আঁকেন তিনি
উপরের ছবিতে এক ডলারের নোট ও পেসোতে স্টিভেন স্পিলবার্গের ‘জস’ থ্রিলারের পোস্টার দেখা যাচ্ছে৷
আছেন মেসিও
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেশটির নায়ক এখন মেসি৷ তাইতো পেসোতে তার ছবিও এঁকেছেন ডিয়াজ৷
5 ছবি
1 | 55 ছবি