মুক্তিযুদ্ধের ৫০ বছর, কলকাতায় অনুষ্ঠান
বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরভর অনুষ্ঠান হচ্ছে ভারতে। তেমনই এক আয়োজন হয়েছিল কলকাতার ইকোপার্কে।
বছরভর অনুষ্ঠান
গোটা ভারতেই মুক্তিযুদ্ধের ৫০ বছরে নানা অনুষ্ঠান হচ্ছে। তবে কলকাতায় অনুষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। শহরের ইকোপার্কে তেমনই এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। যেখানে '৭১ এর যুদ্ধে অংশ নেওয়া সেনা অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়।
গানে গানে তোমায় দিলাম
নাচ-গানে ভরে ছিল গোটা অনুষ্ঠান। বহু সাবেক সেনা অফিসার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিবার নিয়ে।
বিজয় মশাল
১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে ভারত। সেই উপলক্ষে গত বছর ১৬ ডিসেম্বর দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্বর্ণিম বিজয় মশাল জ্বেলেছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আগুন নিয়ে চারটি মশাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এদিন কলকাতায় সেই মশাল সকলের সামনে আনা হয়।
স্বর্ণিম বিজয় বর্ষ
২০২১ সালকে স্বর্ণিম বিজয় বর্ষ হিসেবে পালন করছে ভারত। সেই উপলক্ষেই গোটা দেশে নানা অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের বহু বিশিষ্টজনকেও নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবেও তেমন এক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে এনসিসি
১৯৭১ সালের যুদ্ধে এনসিসি-র ক্যাডেটদেরও বিশেষ ভূমিকা ছিল। এদিনের অনুষ্ঠানে এনসিসি-কে আহ্বান জানানো হয়েছিল। ক্যাডেটরা এসেছিলেন তাদের পোশাক পরে।
সেনা ব্যান্ড
সেনার ব্যান্ডও হাজির ছিল অনুষ্ঠানে। একাধিক গান বাজিয়েছে তারা।