মার্কেলের নারী কোটা পরিকল্পনা বাধার মুখে
২৯ নভেম্বর ২০২০বৃহস্পতিবার বার্লিনে ‘জার্মান এমপ্লয়ার্স এসোসিয়েশন' বা বিডিএ-র এক মিটিংয়ে রাইনার ডুলারকে সংস্থার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, যিনি একজন পুরুষ৷
ম্যার্কেলের ক্ষমতাসীন জোট তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পরিষদে নারী কোটা নির্ধারণে রাজি হওয়ার ঠিক এক সপ্তাহ পর ৫৬ বছর বয়সি ডুলারকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়৷
জার্মানির শীর্ষস্থানীয় শিল্প লবি গ্রুপগুলোর শীর্ষ নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব খুবই কম৷ জার্মানির অর্থনীতি বিষয়ক দৈনিক হ্যান্ডেলসব্লাটকে বিডিএ জানিয়েছে, ‘‘বড় সংস্থাগুলোর পরিচালনায় আরও বৈচিত্র্য আনার লক্ষ্যে তারা নারী কোটা সমর্থন করে৷''
মঙ্গলবার সরকারি আইনপ্রণেতাদের এক সভায় ম্যার্কেল বলেন, ‘‘নারী কোটা যে শুধু যুক্তিসঙ্গত তাই নয়, আমি আন্তরিকভাবে তা সমর্থন করি৷''
ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রি বা বিডিআই-এর ম্যানেজমেন্ট দলের নারী সদস্য ইয়েরিস প্ল্যোগার প্রস্তাবিত নারী কোটার জন্য নির্দেশিকা তৈরির সময় ‘একটি ভারসাম্যপূর্ণ আপোশ' করতে ম্যার্কেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি কোটা সিস্টেম প্রবর্তনকে শিল্পখাতের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ মনে করেন৷
এনএস/জেডএইচ (ডিপিএ)