মার্কিন জাহাজ পাঠানো নিয়ে চীনের নতুন সতর্কবার্তা
২৬ নভেম্বর ২০১০উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী কিম কোয়ান জিন জয়েন্ট চিফ অফ স্টাফের সাবেক প্রধান৷ প্রায় চার দশক তিনি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন৷ বলা হচ্ছে, রাজনৈতিকসহ বিভিন্ন কৌশলগত নীতিতে তাঁর অভিজ্ঞতা রয়েছে৷ আজকেই তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে৷
সৌল সরকার একজন সেনানায়ককে তার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণার মাঝেই শুক্রবার উত্তর কোরিয়ার মিত্র ও সমর্থক দেশ চীনের কাছ থেকে আবার এক হুঁশিয়ারি এল৷ অ্যামেরিকা নৌবাহিনীর বিমানবাহী একটি জাহাজ পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়৷ নাম ইউএসএস জর্জ ওয়াশিংটন৷ আগামী রবিবার থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চার দিন ব্যাপী একটি যৌথ মহড়া শুরু করবে অ্যামেরিকা৷
চীন তার তটরেখার অদূরে এধরণের সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে৷ উত্তর কোরিয়ারও যুদ্ধং দেহী ভাব কমেনি৷এ ব্যাপারে একে পুরোপুরি উস্কানিমূলক কর্মকান্ড হিসেবে দেখছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কোরিয়া উপদ্বীপে পরিস্থিতি যুদ্ধের দিকে পৌঁছে যাচ্ছে৷
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই জানান, পীত সাগরে যৌথ মহড়ার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার৷ আমরা একে সহজে মেনে নিচ্ছি না৷ আমাদের অনুমতি ছাড়া যে কেউ ইচ্ছেমত এসে মহড়া শুরু করে দিতে পারে না৷ চীনের প্রধানমন্ত্রীও এই যৌথ মহড়ার ঘটনাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছেন৷ ওদিকে ওয়াশিংটন জোর চেষ্টা চালাচ্ছে যাতে চীন কমিউনিস্ট পিয়ং ইয়ং সরকারকে বাগে আনতে তৎপর হয় এবং ঐ অঞ্চলে উত্তেজনা প্রশমিত হয়৷
যে-দ্বীপে উত্তর কোরিয়া গোলা হামলা চালায় মঙ্গলবার সেই ইয়নপিয়ং উত্তর কোরিয়া থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত৷ ১৪শ বাসিন্দার মধ্যে মাত্র ৪৭ জন এখন ইয়নপিয়ং-এ রয়েছে৷ বাকিরা নিরাপদে আশ্রয় গ্রহণ করেছে অন্য জায়গায়৷
সৌল সরকার সেনা সংখ্যা বাড়াচ্ছে দ্বীপে৷ ইয়নপিয়ং-এর পাশাপাশি রয়েছে আরো ৪টি দ্বীপ৷ অর্থাৎ পাঁচটি দ্বীপে সেনা সংখ্যা পাঁচ হাজার থেকে ১২ হাজার করতে যাচ্ছে সৌল৷ এ খবর জানিয়েছে ইয়নহাপ বার্তা সংস্থা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আবদু্ল্লাহ আল-ফারূক