মাধ্যমিক স্কুলেও দ্রুত পুরোদমে ক্লাস
২ মার্চ ২০২২করোনার নতুন ধরণ ওমিক্রনের কারণে এক মাস বন্ধ রাখার পর২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়৷ সপ্তাহ পর বুধবার ক্লাসে ফিরল প্রাথমিকের শিক্ষার্থীরাও৷ দুই শিফটে প্রতিদিন সব বিষয়ের ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা তা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল৷ মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন ক্লাস করলেও সব বিষয়ের ক্লাস হচ্ছে না তাদের৷ এসএসসি পরীক্ষার্থী চারটি এবং দশমে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে৷
অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুইদিন তিনটি বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে৷
বুধবার ঢাকা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিরতরণের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দিপুমনি সাংবাদিকদের বলেন, ‘‘আজ থেকে প্রাথমিকের ক্লাস শুরু হল৷ আমাদের মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক জায়গায় চলে যাবার চেষ্টা করব৷’’
মহামারিতেশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ঘাটতি তৈরি হয়েছে,তা নিয়ে তিনি বলেন, ‘‘গত দুই বছর তাদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটেছে৷ অনেকে পারিবারিক-সামাজিক এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে৷ শিক্ষার্থীদের যেখানে ঘাটতি রয়েছে সেখানে নজর দেব বেশি৷ হয়ত এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারব না৷ কিন্তু আমরা আশা করছি এই শিক্ষাবর্ষ এবং আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে যেখানে যতটুকু ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করতে পারব৷’’
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ঘাটতি কমাতে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন,
‘‘যারা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, তারা যে বিষয় পড়বে, সেখানে আগের ক্লাসের পড়ায় যদি ঘাটতি থাকে- সেটার প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে যদি ক্লাস করিয়ে নিতে পারে, তাহলে সেটা শিক্ষার্থীরা পুষিয়ে নিতে পারবে৷’’
উচ্চ মাধ্যমিকের সব শিক্ষার্থী এখনও বই হাতে না পাওয়ার কারণ জানিয়ে শিক্ষামন্ত্রী দিপুমনি বলেন, ‘‘করোনার সময় কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ার কিছু সমস্যা হয়েছে৷ তারপরেও আমরা চেষ্টা করেছি৷ আশাকরি দ্রুতই শিক্ষার্থীরা বই পেয়ে যাবে৷’’
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)