মাদাম তুসোর মিউজিয়ামে এমি ওয়াইনহাউস
৩০ জুলাই ২০০৮গায়িকা এমি ওয়াইনহাউসসারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছেন৷ জনপ্রিয়তার স্বর্ণ শিখরে তিনি৷ এমি ওয়াইনহাউসকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়েছে লন্ডনের মদাম তুসোর মিউজিয়াম ৷
গত সপ্তাহে মাদাম তুসোয় মোমের তৈরী এমি ওয়াইনহাউস এর প্রতিকৃতির উদ্বোধন করেন গায়িকার বাব-মা মিচ এবং জ্যানিস ওয়াইনহাউস৷ প্রায় ৬ ফুট উচ্চাতা সম্পন্ন এই প্রতিকৃতি৷ অবশ্য তার হাই হীল জুতো এবং মৌচাকের সমান চুলের স্টাইল সহ এই ৬ ফুট৷ বলা প্রয়োজন, এমির গায়ের উল্কি পর্যন্ত জুড়ে দেয়া হয়েছে মোমের এই মূর্তির গায়ে৷
মিউজিয়ামের ম্যানেজার এডওয়ার্ড ফুলার জানান, এমি ওয়াইনহাউস এর প্রতিকৃতি তৈরী করতে পেরে আমরা খুবই গর্বিত৷ তিনি আরো জানান, বৃটিশ সঙ্গীত জগতে এমি একটি আইকন৷ সারা বিশ্বের এমি ভক্তদের কাছ থেকে হাজারো অনুরোধের পর আমরা আমাদের সংগ্রহে এমিকে সংযোজন করি৷ উল্লেখ্য এমি ওয়াইনহাউসকে রাখা হবে পপ তারকা জিমি হেন্ড্রিক্স, বিটেলস, জাস্টিন টিম্বারলেক, বিয়ন্সে নোলেসের মত তারকাদের মাঝে৷
মডেলিং জগতের মেয়েরা হয় অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দরী৷ ফ্যাশন ইন্ডাস্ট্রির চাহিদা হলোঃ একজন মডেলকে অবশ্যই লম্বা হতে হবে, স্লীম এবং শারীরিক গঠন হতে হবে নিখুঁত৷ কিন্তু বিকলাঙ্গ কোন মেয়ে যদি মডেল হতে চায় তাহলে তার সম্ভাবনা কতটুকু৷ এক নিঃশ্বাসে বলা যায় একেবারেই নেই৷ লারা মাস্টার্স একসময় বেশ খ্যাত মডেল ছিলেন৷ উচ্চতা পাঁচ ফুট নয় ই় ইঞ্চি, স্লীম, সোনালী চুল৷ কিন্তু বেশ অল্প বয়সে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন৷ কিন্তু তার চেষ্টা থেমে থাকেনি৷ এ মাসের প্রথম দিকে বি বি সি হারিয়ে যাওয়া মডেলের সন্ধানে নামে একটি প্রতিবেদন প্রচার করে৷ সেখানে দেখানো হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় বা শারীরিক অক্ষমতার কারণে সুন্দরী মডেলরা কিভাবে হারিয়ে গেছেন৷ ম্যারি ক্ল্যার পত্রিকার সম্পাদক ম্যারি ও রিওরডান জানান, একজন বিকলাঙ্গ মডেলের প্রতিচ্ছবি অনেক বেশী তীব্র এবং স্হায়ী ৷ তাকে মনে রাখা সহজ৷ লারা মাস্টার্সের মত জেনী জন্সনও এক সময় মডেল ছিল৷ একটি গাড়ী দুর্ঘটনা তাকে কেড়ে নেয় মডেলিং জগত থেকে৷ লারা, জেনী এরা চেষ্টা করে যাচ্ছে যে ভাবেই হোক মডেলিং জগতে ফিরে যেতে৷ এর জন্য প্রয়োজন উদার মানসিকতার মডেলিং এজেন্সি৷