1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদাম তুসোর মিউজিয়ামে এমি ওয়াইনহাউস

মারিনা জোয়ারদার৩০ জুলাই ২০০৮

বৃটিশ গায়িকা এমি ওয়াইনহাউসকে দেখতে হলে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে যাওয়া যেতে পারে৷ তবে তিনি গান গাইবেন না, অটোগ্রাফও দেবেন না

https://p.dw.com/p/EnPa
আকাশ ছোঁয়া জনপ্রিয়তার অধিকারিণী গায়িকা এমি ওয়াইনহাউসছবি: picture-alliance/ dpa

গায়িকা এমি ওয়াইনহাউসসারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছেন৷ জনপ্রিয়তার স্বর্ণ শিখরে তিনি৷ এমি ওয়াইনহাউসকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়েছে লন্ডনের মদাম তুসোর মিউজিয়াম ৷

গত সপ্তাহে মাদাম তুসোয় মোমের তৈরী এমি ওয়াইনহাউস এর প্রতিকৃতির উদ্বোধন করেন গায়িকার বাব-মা মিচ এবং জ্যানিস ওয়াইনহাউস৷ প্রায় ৬ ফুট উচ্চাতা সম্পন্ন এই প্রতিকৃতি৷ অবশ্য তার হাই হীল জুতো এবং মৌচাকের সমান চুলের স্টাইল সহ এই ৬ ফুট৷ বলা প্রয়োজন, এমির গায়ের উল্কি পর্যন্ত জুড়ে দেয়া হয়েছে মোমের এই মূর্তির গায়ে৷

Amy Winehouse MTV Europe Music Awards 2007 München
এমি ওয়াইনহাউস এর প্রতিকৃতি তৈরী করতে পেরে গর্বিত মাদাম তুসোর মিউজিয়ামছবি: AP

মিউজিয়ামের ম্যানেজার এডওয়ার্ড ফুলার জানান, এমি ওয়াইনহাউস এর প্রতিকৃতি তৈরী করতে পেরে আমরা খুবই গর্বিত৷ তিনি আরো জানান, বৃটিশ সঙ্গীত জগতে এমি একটি আইকন৷ সারা বিশ্বের এমি ভক্তদের কাছ থেকে হাজারো অনুরোধের পর আমরা আমাদের সংগ্রহে এমিকে সংযোজন করি৷ উল্লেখ্য এমি ওয়াইনহাউসকে রাখা হবে পপ তারকা জিমি হেন্ড্রিক্স, বিটেলস, জাস্টিন টিম্বারলেক, বিয়ন্সে নোলেসের মত তারকাদের মাঝে৷

মডেলিং জগতের মেয়েরা হয় অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দরী৷ ফ্যাশন ইন্ডাস্ট্রির চাহিদা হলোঃ একজন মডেলকে অবশ্যই লম্বা হতে হবে, স্লীম এবং শারীরিক গঠন হতে হবে নিখুঁত৷ কিন্তু বিকলাঙ্গ কোন মেয়ে যদি মডেল হতে চায় তাহলে তার সম্ভাবনা কতটুকু৷ এক নিঃশ্বাসে বলা যায় একেবারেই নেই৷ লারা মাস্টার্স একসময় বেশ খ্যাত মডেল ছিলেন৷ উচ্চতা পাঁচ ফুট নয় ই় ইঞ্চি, স্লীম, সোনালী চুল৷ কিন্তু বেশ অল্প বয়সে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন৷ কিন্তু তার চেষ্টা থেমে থাকেনি৷ এ মাসের প্রথম দিকে বি বি সি হারিয়ে যাওয়া মডেলের সন্ধানে নামে একটি প্রতিবেদন প্রচার করে৷ সেখানে দেখানো হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় বা শারীরিক অক্ষমতার কারণে সুন্দরী মডেলরা কিভাবে হারিয়ে গেছেন৷ ম্যারি ক্ল্যার পত্রিকার সম্পাদক ম্যারি ও রিওরডান জানান, একজন বিকলাঙ্গ মডেলের প্রতিচ্ছবি অনেক বেশী তীব্র এবং স্হায়ী ৷ তাকে মনে রাখা সহজ৷ লারা মাস্টার্সের মত জেনী জন্সনও এক সময় মডেল ছিল৷ একটি গাড়ী দুর্ঘটনা তাকে কেড়ে নেয় মডেলিং জগত থেকে৷ লারা, জেনী এরা চেষ্টা করে যাচ্ছে যে ভাবেই হোক মডেলিং জগতে ফিরে যেতে৷ এর জন্য প্রয়োজন উদার মানসিকতার মডেলিং এজেন্সি৷