মাদাম তুসোর আটটি যাদুঘরে লেডি গাগা
১০ ডিসেম্বর ২০১০গত দুই বছর ধরে তরুণ তরুণীদের মাথা ঘুরিয়ে দিয়েছেন যেন এই ২৪ বছরের স্বর্ণকেশী৷ কী করেননি তিনি৷ অদ্ভুত সব পোশাক তাঁর৷ কখনো সারা গা শুধু বেলুন দিয়ে ঢেকে, কখনো বা মাথায় টেলিফোনের মত হ্যাট পরে হাজির হয়েছেন দর্শকদের সামনে৷ এমনকি সারা গায়ে কাঁচা মাংস ঝুলিয়েও দর্শকদের চোখ কপালে তুলে দিয়েছেন৷ আবার স্টেজ পারফরমেন্সেও অভিনবত্ব এনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ স্টেজেই আগুনের ওপর পিয়ানো বাজিয়েছেন, এমন কত কি৷ ফলে তাঁর গানের গলার গুনাগুণ নিয়ে বিতর্ক থাকলেও টিনেজারদের কাছে লেডি গাগাই এখন এক নম্বর তারকা৷ তাই ফেসবুকে দুই কোটি আর টুইটারে তাঁর ৭৩ লাখেরও বেশি ভক্ত৷
তো, সেই লেডি গাগার জনপ্রিয়তাকে পুঁজি করেই এখন নিজেদের ব্যবসা আরও চাঙ্গা করতে চায় মাদাম তুসো যাদুঘর৷ তাই বিশ্বের আটটি জায়গায় লেডি গাগার আটটি মোমের মূর্তি তারা বসিয়েছে৷ আর এইসব মূর্তি বানাতে খরচ হয়েছে প্রায় আড়াই মিলিয়ন ডলার!
লেডি গাগার নতুন মূর্তিগুলো দেখা যাবে লন্ডন ছাড়াও নিউ ইয়র্ক, লাস ভেগাস, হলিউড, আমস্টারডাম, বার্লিন, শাংহাই ও হংকং এর মাদাম তুসো যাদুঘরে৷ আটটি মূর্তিতেই রয়েছে লেডি গাগার বিচিত্র পোশাকের সম্ভার৷ এই যেমন লন্ডনের মূর্তিটিতে বসানো হয়েছে বিখ্যাত জর্জিও আর্মানির স্যুট, ফিলিপ ট্রেসি ব্র্যান্ডের হ্যাট৷ হ্যাটটি আবার দেখতে অবিকল একটি টেলিফোনের মত৷ উল্লেখ্য, লেডি গাগার অন্যতম জনপ্রিয় একটি গানের নাম টেলিফোন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম