মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব ৬-৪ ভোটে পাস কমিটিতে
১০ নভেম্বর ২০২৩এথিক্স কমিটি এই প্রস্তাব পাস করলেও এখনই মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে যাচ্ছে না। স্পিকার এই প্রস্তাব নিয়ে পার্লামেন্ট আলোচনা করবেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে মহুয়ার বহিষ্কার নির্ভর করবে। যেহেতু লোকসভা বিজেপি-র সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা চাইলে মহুয়া সদস্যপদ হারাবেন।
আগামী পার্লামেন্ট অধিবেশনে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বস্তুত, বৃহস্পতিবার রিপোর্ট নিয়ে বৈঠকে বসেছিল এথিক্স কমিটি। সেখানে কমিটির কাছে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করেন কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। সংখ্যাগরিষ্ঠ সদস্য সেই মতের সঙ্গে সহমত হন। ছয়জন প্রস্তাবের পক্ষে ছিলেন। চারজন বিরোধিতা করেন।
উল্লেখ্য, এই বিনোদ সোনকারের বিরুদ্ধেই চলতি সপ্তাহের গোড়ায় সরব হয়েছিলেন মহুয়া। কমিটির জিজ্ঞাসাবাদের টেবিল ছেড়ে বেরিয়ে গেছিলেন। মহুয়া অভিযোগ করেছিলেন, তাকে ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে, যার সঙ্গে মূল বিষয়ের কোনো সম্পর্ক নেই। শুধু তা-ই নয়, তার অভিযোগ ছিল, বিনোদ সোনকার অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। মৌখিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগও করেছিলেন মহুয়া।
বিনোদ জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের জন্য যে প্রশ্ন করা প্রয়োজন, সেই প্রশ্নই তিনি করেছিলেন। মহুয়াই বরং অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন বলে পাল্টা অভিযোগ করেছিলেন তিনি।
অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া, এমন গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মহুয়া। সংসদে আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন করেছেন। সেই সমস্ত প্রশ্নই অর্থের বিনিময়ে তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এসজি/জিএইচ (পিটিআই)