মঙ্গলবার নতুন দিল্লিতে বায়ার্নের মুখোমুখি ভারত
৯ জানুয়ারি ২০১২সোমবার সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছে গেছে জার্মানির বায়ার্ন দল৷ মঙ্গলবার সন্ধ্যায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতীয় দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচকে ঘিরে আগ্রহ বেড়েই চলেছে৷ তার উপর ভারতের তারকা খেলোয়াড় বাইচুং ভুটিয়ার শেষ ম্যাচ৷ প্রবল শীতের মধ্যেই এই ম্যাচকে ঘিরে উষ্ণতা চোখে পড়ার মতো৷
সপ্তাহান্তে এক টেলিভিশন সাক্ষাৎকারে বাইচুং নিজে স্বীকার করেছেন, যে তিনি এর আগে কখনো এত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হন নি৷ তবে একই সঙ্গে শেষ ম্যাচ বায়ার্ন মিউনিখ'এর মতো টিম'এর বিরুদ্ধে হওয়ায় অত্যন্ত সম্মানিত বোধ করছেন তিনি৷
কাতারে প্রায় এক সপ্তাহের অনুশীলনের পর নতুন দিল্লি সফরে এল বায়ার্ন৷ তারকাখচিত এই টিম'এ থাকছেন মানুয়েল নয়ার, ফিলিপ লাম, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রবেন, লুইস গুস্তাভো, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মারিও গোমেস, টোমাস ম্যুলার'এর মতো খেলোয়াড়রা৷ কোচ ইয়ুপ হাইনকেস'এর এই দলের সামনে ভারতীয় জাতীয় দল কতটা শক্তি দেখাতে পারবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা৷ কাতারের এস সি সাইলিয়া ক্লাবের বিরুদ্ধে এক ম্যাচে ১৩-০ গোলে জয়লাভ করেছে বায়ার্ন৷ তবে মিশরের আল আহলি ক্লাবের বিরুদ্ধে জয়ের ব্যবধান ছিল ২-১৷
ভারতের জাতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ রবিবার তারা আম্বেডকর স্টেডিয়ামে অনুশীলন করেছে৷ বায়ার্ন'এর বিরুদ্ধে ম্যাচকে ঘিরে খেলোয়াড়দের আগ্রহ কম নয়৷ যাদের এতদিন শুধু টেলিভিশনের পর্দায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে মাঠে নামার রোমাঞ্চই আলাদা৷ যেমন গৌরামাঙ্গি সিং নিজে জার্মান জাতীয় দলের ক্যাপ্টেন ফিলিপ লাম'এর ভক্ত৷ বায়ার্ন দলে ম্যুলার ও গোমেস'ও তাঁর পছন্দের তালিকায় রয়েছে৷ আরিয়েন রবেন'এর মতো তারকার বিরুদ্ধে খেলার আগ্রহও অনেক খেলোয়াড়কে উদ্বুদ্ধ করছে৷ হার-জিত নয়, ম্যাচের অভিজ্ঞতা নিয়েই তাদের মূল আগ্রহ৷
খেলোয়াড়রা না হয় রোমাঞ্চিত, ক্রিকেট-পাগল ভারতের মানুষ বায়ার্ন মিউনিখ নিয়ে কতটা মেতে উঠছেন? তার উপর কলকাতা, গোয়া বা কেরালা নয় – ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে৷ ‘গোল ডট কম' ওয়েবসাইট জানিয়েছে, সেই ২০০০ সাল থেকেই ভারতেও বায়ার্ন'এর এক ফ্যান ক্লাব রয়েছে, যা খোদ মিউনিখে স্বীকৃত!
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক