ভোটের ফলে কার কী প্রতিক্রিয়া!
ভোটের ফলে কার কী প্রতিক্রিয়া!
'আমি বিশ্বাস করি আমি ঠিক কাজ করেছি'
গণভবনে নির্বাচন পর্যবেক্ষক ও দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''যারা সমালোচনা করতে চায়, তারা সমালোচনা করতে পারে। এটা তাদের স্বাধীনতা। আমার নিজস্ব বিশ্বাস রয়েছে, এটা ঠিক হয়েছে কিনা। আমি বিশ্বাস করি আমি ঠিক কাজ করেছি এবং নির্বাচন স্বাধীন ও সুষ্ঠু হয়েছে।''
'আওয়ামী লীগ কথা রাখেনি'
নির্বাচন পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন চেয়েছে সেখানে হয়েছে, যেখানে চায়নি সেখানে পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ''বারংবার আমাদের আশ্বাস দেয়া হয়েছিল, এসব করা হবে না। যা ভোট হবে গণনা করা হবে এবং সেভাবে প্রার্থী জিততে পারলে জিতবে।''
'আরো ৫ বছর অপেক্ষা ছাড়া উপায় নেই বিএনপির'
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের তিনি বলেন, ''বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করণীয় নেই। আমরা বলেছি. স্বাধীন নির্বাচন কমিশনই নির্বাচন করবে। আমাদের কথার সঙ্গে কাজের মিল আছে কিনা, গণতান্ত্রিক বিশ্ব সেটা প্রত্যক্ষ করুক।''
'ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে'
নির্বাচন কমিশন, প্রার্থী, ভোটার এবং পর্যবেক্ষকদেরও ডামি বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ভোটের নিম্ন হারের উল্লেখ করে তিনি বলেন, ‘‘কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করেও সরকার নির্বাচনে ভোটার আনতে পারেনি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''আজকে সাফাই গাইলেও, বাস্তবতা হচ্ছে ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে।''
'ভোটের হার নিয়ে বিতর্কের অবকাশ নেই'
ভোটের সবশেষ হার ৪১ দশমিক আট শতাংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার নিয়ে যে প্রশ্ন উঠছে তা কোনো ‘ইস্যু নয়' বলেও মনে করেন তিনি। ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সিইসি বলেন, ‘‘ওরা (বিএনপি) যদি অংশগ্রহণ করতেন তাহলে ভোটটা আরো প্রতিদ্বন্বিতাপূর্ণ হতো এবং ভোটাররা অধিকতর হারে ভোটকেন্দ্রে আসতেন৷...বিদ্যমান ব্যবস্থায় আমার কাছে মনে হচ্ছে ৪২ শতাংশ ভালোই।’’