1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১৭

২৩ অক্টোবর ২০২৩

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৭ জন।

https://p.dw.com/p/4XuBv
ভৈরবে ট্রেন দুর্ঘটনার পরের উদ্ধার তৎপরতার চিত্র
ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ছবি: Bangladesh Fire Service and Civil Defense Department/AP Photo/picture alliance

ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বার্তা সংস্থা এএফপিকে ১৭টি মরদেহ উদ্ধার ও শতাধিক যাত্রী আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন৷ তবে হতাহতের শঙ্কা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ 

ভৈরবে গঠিত জরুরি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ (ভৈরব এসি ল্যান্ড অফিসের কর্মকর্তা) ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় ২ জন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন৷

তবে এর আগে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার সংবাদ মাধ্যমটিকে ২০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডেইলি স্টার৷

হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রেনের নিচে এখনো মানুষ চাপা পড়ে আছেন৷ ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন৷ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে৷

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দ্য ডেইলি স্টারকে জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়েরভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) নাজমুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মালবাহী ট্রেনটি ‘সিগন্যাল না মানায়' এ সংঘর্ষ হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি৷''

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জীবন মিয়া ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এমকে/কেএম (এএফপি, দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান