ভেনাস অব দ্য র্যাগস : অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রেম ও সৌন্দর্যের জয়
ইটালির নেপলসে‘ভেনাস অব দ্য র্যাগস’-কে ছাই হতে দেখে শিল্পরসিকদের অনেকে খুব কষ্ট পেয়েছিলেন৷ শিল্পকর্মটিকে আবার্ আগের অবস্থায় ফিরিয়ে এনে তাদের মুখে হাসি ফুটিয়েছেন শিল্পী মিকেলেঞ্জেলো পিসতোলেত্তো৷ ছবিঘরে বিস্তারিত...
যার আগুনে পুড়েছিল ‘ভেনাস অব দ্য র্যাগস’
২০২৩ সালের জুন মাসে কে বা কারা ভেনাস অব দ্য র্যাগস’-এ আগুন দেয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ শিল্পী মিকেলেঞ্জেলো পিসতোলেত্তোর এই সৃষ্টি ধ্বংস করতে চাওয়া ব্যক্তি কেন ফেলে দেয়া রংবেরঙের কাপড়ের টুকরোর স্তূপের সামনে দাঁড়ানো প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের আদলের ভাস্কর্যটি ধ্বংস করতে চেয়েছিলেন তা এখনো জানা যায়নি৷
হার না মানা মিকেলেঞ্জেলো পিসতোলেত্তো
নিজের অর্থ এবং শ্রম দিয়ে ১৯৬৭ সালে শিল্পকর্মটি সৃষ্টি করেছিলেন ইটালির শিল্পী মিকেলেঞ্জেলো পিসতোলেত্তো৷ দুর্বৃত্তদের আগুনে তার সেই সৃষ্টিকে ধ্বংস হতে দেখে স্বভাবতই কষ্ট পেয়েছিলেন৷ তবে ৯০ বছর বয়সি শিল্পী শিল্পের অবমাননা মানতে পারেননি৷২০২৩ সালের জুন মাসেই ঘোষণা দিয়েছিলেন ‘ভেনাস অব র্যাগস’-এ নতুন করে ‘প্রাণ’ সঞ্চার করবেন৷
ঘোষণা
গত বছর মিকেলেঞ্জেলো পিসতোলেত্তো জানিয়েছিলেন ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই ভেনাস অব দ্য র্যাগস-কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন৷ কাজ শেষে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনেরও ঘোষণা দিয়েছিলেন তিনি৷
অনিচ্ছাকৃত বিলম্ব
গত জানুয়ারিতে উদ্বোধনের ইচ্ছা প্রকাশ করলেও বয়সে প্রবীণ কিন্তু ইচ্ছাশক্তিতে তরুণ মিকেলেঞ্জেলো পিসতোলেত্তোর পক্ষে জানুয়ারির মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি৷
এলো সেই শুভক্ষণ
৬ মার্চ, ২০২৪ শিল্পী মিকেলেঞ্জেলো পিসতোলেত্তোর জীবনে আরেকটি স্মরণীয় দিন্৷ কারণ, এই দিনে নেপলস ফিরে পেয়েছে ভেনাস অব দ্য র্যাগস-কে৷ অক্লান্ত পরিশ্রম করে নিজের খরচে আবার শিল্পকর্মটিকে দাঁড় করিয়ে দুর্বৃত্তের বিরুদ্ধে শিল্পের বিজয়-পতাকা উড়িয়েছেন মিকেলেঞ্জেলো পিসতোলেত্তো৷