1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাঙছে ‘ব্র্যাঞ্জেলিনার' সংসার

২০ সেপ্টেম্বর ২০১৬

ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি মিলে ‘ব্র্যাঞ্জেলিনা'৷ এ জুটির নাম জানেন না, এমন মানুষ বিরল৷ হলিউডের মুকুটবিহীন রয়্যাল্টি, রূপকথার দুই মানুষ৷ জোলি যেমন সুন্দরীশ্রেষ্ঠা, পিট তেমনি সুপুরুষ৷ সেই তাঁদেরই বিয়ে ভাঙতে চলেছে৷

https://p.dw.com/p/1K5wo
অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট
ছবি: picture alliance/dpa/F. Arrizabalaga

গুঞ্জনে এসেছিল বহু আগেই৷ তবে এবার সেই গুঞ্জনে রীতিমতো সিলমোহর দিলেন অ্যাঞ্জেলিনা৷ সন্তানদের প্রতি ব্র্যাড পিটের উদাসীনতা এবং অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে সোমবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন জোলি৷ একই সঙ্গে আদালতের কাছে আবেদন করলেন ছয় সন্তানকে নিজের কাছে রাখারও৷

জোলির শুধু একটাই অনুরোধ, কোনোমতেই যেন সন্তানদের দায়িত্ব ব্র্যাডের হাতে না যায়৷ শোনা যাচ্ছে, ব্র্যাড পিটের সঙ্গে বচসার আসল কারণ এই ছয় সন্তান৷ বাচ্চাদের সঙ্গে নাকি সঠিক ব্যবহার করতেন না ব্র্যাড৷ তাই সন্তানদের মুখের দিকে চেয়েই বিবাহবিচ্ছেদ চাইছেন বলিউডের রাজকন্যা৷

অর্থাৎ ‘ব্র্যাঞ্জেলিনা' জুটির ১১ বছর এক সঙ্গে থাকা এবং দু'বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে অচিরেই৷

ডিজি/এসিবি

‘ব্র্যাঞ্জেলিনা' – এই জুটির কোন ছবিটা আপনার সবচেয়ে পছন্দের৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য