ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশীর জাহাজ
১০ এপ্রিল ২০২৩ইউরোপে আসার জন্যভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন৷
সংস্থাটি রোববার টুইটারে জানায়, লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া একটি জাহাজ থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন৷ জাহাজটি এখন মাল্টার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া' এসএআর-এ আছে বলে জানিয়েছে তারা৷
এদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল ঐ নৌকাটি খুঁজে পাওয়ার কথা টুইট করে জানিয়েছে৷ আশেপাশে দুটি জাহাজ রয়েছে বলেও জানায় তারা৷ তবে নৌকাটি উদ্ধার না করতে ঐ দুই জাহাজকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল৷ তবে মাল্টা একটি জাহাজকে শুধু জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করতে বলেছে৷
অ্যালার্ম ফোন বলছে, নৌকায় থাকা মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন৷ তাদের মধ্যে কয়েকজনের চিকিৎসাসেবার প্রয়োজন৷ নৌকাটিতে জ্বালানির অভাব দেখা দিয়েছে এবং নীচতলায় পানি উঠে গেছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন৷ নৌকার মাঝি চলে যাওয়ায় সেটি এখন নিয়ন্ত্রণের কেউ নেই বলে জানিয়েছে সংস্থাটি৷
রেস্কশিপ নামে জার্মানির আরেকটি এনজিও রোববার এএফপিকে জানিয়েছে, ইটালি ও টিউনিশিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে অন্তত দুইজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ নিখোঁজ আছেন আরও ২০ জন৷
রেস্কশিপের উদ্ধারকারী জাহাজ ‘নাদির’ ২২ জনকে উদ্ধার করে ইটালির লাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে৷
উদ্ধার হওয়া ব্যক্তিরা ক্যামেরুন, আইভরিকোস্ট ও মালির পুরুষ, নারী ও শিশু বলে জানিয়েছেন নাদির জাহাজের ক্যাপ্টেন ইঙ্গো ভেয়ার্থ৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)