ভিড়ে ঠাসা গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নান
কোভিড পরিস্থিতির মধ্যেই গঙ্গাসাগরে শুরু হয়েছে মেলা। গোটা দেশ থেকে সাধু এবং পুণ্যার্থীরা জড়ো হয়েছেন সাগরে।
কোভিড এবং মেলা
কোভিড-কালে গঙ্গাসাগরে মেলা হবে কি না, সেই বিতর্ক পৌঁছেছিল কলকাতা হাইকোর্টে। আদালতের রায়ে বিশেষ পর্যবেক্ষকদের উপস্থিতিতে শুরু হয়েছে মেলা। তৈরি হয়েছে আলোর গেট।
সতর্ক প্রশাসন
সকলে যাতে কোভিডবিধি পালন করেন, তার জন্য সতর্ক প্রশাসন। জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। তৈরি হয়েছে কোভিড পরীক্ষাকেন্দ্র।
সাধু-সন্তের ভিড়
গোটা দেশ থেকে সাধু-সন্ত এবং পুণ্যার্থীরা পৌঁছে গেছেন গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির স্নান চলছে।
ই-স্নানের ব্যবস্থা
সাংবাদিক বৈঠক করে প্রশাসন জানিয়েছে, ই-স্নানের ব্যবস্থা থাকবে। ড্রোনের সাহায্যে সাগরের ছবি তোলা হচ্ছে। তারই মাধ্যমে ই-স্নানের ব্যবস্থা করা হয়েছে।
ভিড়ে ঠাসা সাগর
প্রশাসন যা-ই বলুক, মেলা প্রাঙ্গনে মানুষের ঢল। নিরাপদ দূরত্ব বজায় থাকছে না সবসময়।
কপিল মুনির আশ্রম
কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানেই এসে জড়ো হন সাধু-সন্তরা।
ছিলিমে টান
সাগরের আখরায় বসে ছিলিমে টান দিচ্ছেন ছাঁইমাখা সাধু। প্রবল শীতেও তাঁরা শীতবস্ত্র ব্যবহার করেন না। কেবল গায়ে ছাঁই মেখে থাকেন।
পুরীর শংকরাচার্য
মেলায় এসেছেন পুরীর শংকরাচার্য। হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। মেলায় এসে সাংবাদিক সম্মেলনও করেছেন তিনি।
প্রণামের ঢল
সাধুদের আখরায় প্রণাম করার জন্য মানুষের লাইন। এখানেও মানা হচ্ছে না কোভিডবিধি।
করোনা পরীক্ষা
মেলায় এভাবেই করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের চিকিৎসকরা ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করছেন।
মেলার সাজ
শিব সেজে হাতে পার্বতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী। এমন বহু বহুরূপী ঘুরে বেড়াচ্ছেন গঙ্গাসাগরে। বাহারি সাজে।
ফেরি থেকে নেমে
ফেরি থেকে নেমে সাগরের পথে চলেছেন পূণ্যার্থীরা। প্রশাসন তাদের কোভিড সার্টিফিকেট, ভ্যাকসিন সার্টিফিকেট পরীক্ষা করে দ্বীপে ঢুকতে দিচ্ছে।