1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভার্চুয়াল পণ্যের বাণিজ্য!

১৬ নভেম্বর ২০১৫

ইন্টারনেটের যুগে ভার্চুয়াল জগত সম্পর্কে আমরা সবাই জানি৷ কিন্তু সেই জগতে পণ্যের কেনাবেচার কথা শুনলে অবশ্যই বিস্ময় জাগতে পারে৷ যার অস্তিত্ব নেই, তার আবার মূল্য কী! কিন্তু ভার্চুয়াল পণ্যের বাণিজ্য আজ বাস্তব হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/1H6Og
Bildergalerie Einkaufsmeile contra Einkaufspassage
ছবি: DW/A.Maciol

ভার্চুয়াল পণ্য? শুনলে অবাস্তব মনে হলেও তার অস্তিত্ব আছে বৈকি৷ এমন পণ্যের মালিকও হওয়া যায়, তবে শুধু ইন্টারনেটে৷ বিট আর বাইট দিয়ে তৈরি হলেও তার মূল্য রয়েছে৷ ভোগ্যপণ্য গবেষক কাই উভে হেলমান বলেন, ‘‘ক্রেতাদের জন্য এ এক অনন্য অভিজ্ঞতা৷ পণ্য আমরা কী ভাগে ভোগ করি, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কিন্তু আমার মনে হয় আসল বা ভারচুয়াল পণ্যের মধ্যে তেমন কোনো তফাত নেই৷ কারণ দুটি ক্ষেত্রেই কিন্তু ভোগ করার বিষয়টি আমাদের মনের মধ্যেই ঘটে৷''

‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট'-এর মতো অনলাইন গেম ভার্চুয়াল পণ্য বিক্রির ক্ষেত্রে এগিয়ে রয়েছে৷ ব্যবহারকারীরা গেমের জন্য আরও দ্রুতগামী ঘোড়া ও তরবারি কেনাবেচা করেন৷ এভাবে প্রতিযোগিতার ক্ষেত্রে এগিয়ে থাকা যায়, খেলার সময়ও বাড়ানো যায়৷

সেকেন্ড লাইফ'-এর মতো অনলাইন জগতে সামাজিক অবস্থান ও সম্পদ – সবকিছুই ভার্চুয়াল৷ ভোগ ও প্রাচুর্যই এই জগতের মূলমন্ত্র৷ জেট-সেট জীবনযাত্রার জন্য মানুষ এখানে ‘লিন্ডেন ডলার' নামের এক ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে৷ তবে আসল টাকা দিয়েই সেই ডলার কিনতে হয়৷

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভার্চুয়াল বাণিজ্যের রমরমা দেখা যাচ্ছে৷ এক ইউরো ব্যয় করে ভার্চুয়াল ফুল কিনে আপনি কাউকে খুশি করতে পারেন৷ কিন্তু এ নিয়ে এত মাতামাতির কী আছে! মিডিয়া বিশেষজ্ঞ স্টেফান গ্যুনৎসেল বলেন, ‘‘ভার্চুয়াল পাঁউরুটি খাওয়া যায় না৷ আসলে তার একটা বিনিময় মূল্য, একটা স্বকীয় মূল্য রয়েছে৷ আমি পুরোপুরি নিশ্চিত, যে প্রায় সব ক্ষেত্রেই মূল্য কোনো ব্যক্তির সুনাম বা ব্যক্তিগত মূল্যবোধের মাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে৷ ফলে এর মাধ্যমে তার সামাজিক অবস্থান, তার মর্যাদা বেড়ে যায়৷''

ভার্চুয়াল পণ্য ভালো অনলাইন ব্যবসা৷ অনলাইন গেমাররা কখনো অপারেটরকে না জানিয়েই কেনাবেচা করে৷ তবে নির্মাতারা এই ব্যবসা হাতছাড়া করতে চায় না৷ যেমন ‘ফ্রগস্টার' নামের অনলাইন দোকান নতুন গেমের সঙ্গে সব বাড়তি আকর্ষণ বিক্রি করে৷ তবে ভার্চুয়াল পণ্যের বাজার কিন্তু মোটেই স্থিতিশীল নয়৷ তাই সাবধানের মার নেই৷ অর্থনীতিবিদ গেয়ার্ট ভাগনার বলেন, ‘‘অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভার্চুয়াল জগতের সঙ্গে বাস্তব জগতের তুলনা চলে৷ তাই ব্যবহারকারীদের মূল্যস্ফীতি নিয়েও মাথা ঘামাতে হয়৷ ভার্চুয়াল জগতে মূল্যস্ফীতির উচ্চ হারের অর্থ, চাহিদার পণ্যের যোগান কমে যায়, তা পাওয়া কঠিন হয়ে পড়ে৷''

কোনো পণ্যের বাস্তব অস্তিত্ব থাকতে হবে তার কোনো মানে নেই৷ আমাদের এই নতুন অবস্থা মেনে নিতে হবে৷ তার মূল্য সম্পর্কে আমাদের ধারণাই হলো আসল বিষয় – বিশেষ করে ভার্চুয়াল জগতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য