1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটোরিকশা চালাচ্ছেন যে নারীরা

১৬ এপ্রিল ২০১৭

দেশটির বাণিজ্যিক নগরী মুম্বইয়ে প্রথমবারের মতো ১৯ জন নারী অটোরিকশা চালানো শুরু করেছেন৷ সরকারি এক কর্মসূচির আওতায় তাঁরা কাজ করছেন৷

https://p.dw.com/p/2bD9b
মুম্বইয়ের এক নারী অটোরিকশা চালক
ছবি: Getty Images/AFP/P. Panajpe

মহারাষ্ট্র রাজ্য সরকার গত বছর অটোরিকশার মোট লাইসেন্সের পাঁচ শতাংশ নারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷মুম্বই ও তার নিকটবর্তী শহর থানেতে নারীদের ৪৬৫টি লাইসেন্স দেয়া হবে বলে জানানো হয়৷

দু'মাস ধরে প্রশিক্ষণ নেয়ার পর মুম্বইয়ের রাস্তায় নেমেছেন ১৯ নারী৷ তাঁদের একজন ৪৫ বছর বয়সি ছায়া মোহিতে৷ তিন সন্তানের এই জননী বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি আগে কখনও সাইকেল চালাননি৷ তবে প্রশিক্ষণের মাধ্যমে অটোরিকশা চালানো শিখতে সমস্যা হয়নি৷ ঘরের কাজকর্মের চেয়ে এই কাজটি ভালো বলেও মন্তব্য করেন তিনি৷ ছায়া মোহিতের আশা, অটোরিকশা চালিয়ে তিনি দিনে প্রায় এক হাজার রূপি (১৫ ডলার) আয় করতে পারবেন৷

কালো-হলুদ নয়, নারীরা চালাচ্ছেন কমলা-হলুদ বা লাল রঙের অটোরিকশা
কালো-হলুদ নয়, নারীরা চালাচ্ছেন কমলা-হলুদ বা লাল রঙের অটোরিকশাছবি: Getty Images/AFP/P. Panajpe

মুম্বইয়ের রাস্তায় এমনিতে কালো-হলুদ অটো চলে৷ তবে নারীদের জন্য অন্য রঙের অটো চালু করা হয়েছে৷

আরেক নারী চালক অনিতা কাড়াক বলেন, ‘‘শুরুতে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করেছিল৷ তবে আমরা চাই আমাদের দেখে অন্য মেয়েরাও উৎসাহী হোক৷''

ছায়া, অনিতাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সুধীর ধৈপোড়ে৷ তিনি বলেন, দুই মাসে তাঁরা অটো চালানোয় পারদর্শী হয়ে ওঠেন এবং রাস্তায় চালানোর জন্য প্রয়োজনীয় পরীক্ষায় পাস করেন৷ সুধীর জানান, এখন তিনি ৪০ জনের বেশি নারীকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ আরও প্রায় ৫০০ নারী প্রশিক্ষণ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, ইতিমধ্যে ভারতের নতুন দিল্লি ও রাঁচিতে নারীরা গোলাপি রঙের অটো চালাচ্ছেন৷ তবে সেসব অটোতে শুধু নারীরাই যাত্রী হন৷ কিন্তু মুম্বইয়ের নারী চালকদের অটোতে নারী-পুরুষ উভয়ইউঠতে পারবেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

কেমন লাগলো ভারতের নারী রিকশাচালকদের গল্প? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য