অটোরিকশা চালাচ্ছেন যে নারীরা
১৬ এপ্রিল ২০১৭মহারাষ্ট্র রাজ্য সরকার গত বছর অটোরিকশার মোট লাইসেন্সের পাঁচ শতাংশ নারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷মুম্বই ও তার নিকটবর্তী শহর থানেতে নারীদের ৪৬৫টি লাইসেন্স দেয়া হবে বলে জানানো হয়৷
দু'মাস ধরে প্রশিক্ষণ নেয়ার পর মুম্বইয়ের রাস্তায় নেমেছেন ১৯ নারী৷ তাঁদের একজন ৪৫ বছর বয়সি ছায়া মোহিতে৷ তিন সন্তানের এই জননী বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি আগে কখনও সাইকেল চালাননি৷ তবে প্রশিক্ষণের মাধ্যমে অটোরিকশা চালানো শিখতে সমস্যা হয়নি৷ ঘরের কাজকর্মের চেয়ে এই কাজটি ভালো বলেও মন্তব্য করেন তিনি৷ ছায়া মোহিতের আশা, অটোরিকশা চালিয়ে তিনি দিনে প্রায় এক হাজার রূপি (১৫ ডলার) আয় করতে পারবেন৷
মুম্বইয়ের রাস্তায় এমনিতে কালো-হলুদ অটো চলে৷ তবে নারীদের জন্য অন্য রঙের অটো চালু করা হয়েছে৷
আরেক নারী চালক অনিতা কাড়াক বলেন, ‘‘শুরুতে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করেছিল৷ তবে আমরা চাই আমাদের দেখে অন্য মেয়েরাও উৎসাহী হোক৷''
ছায়া, অনিতাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সুধীর ধৈপোড়ে৷ তিনি বলেন, দুই মাসে তাঁরা অটো চালানোয় পারদর্শী হয়ে ওঠেন এবং রাস্তায় চালানোর জন্য প্রয়োজনীয় পরীক্ষায় পাস করেন৷ সুধীর জানান, এখন তিনি ৪০ জনের বেশি নারীকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ আরও প্রায় ৫০০ নারী প্রশিক্ষণ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷
উল্লেখ্য, ইতিমধ্যে ভারতের নতুন দিল্লি ও রাঁচিতে নারীরা গোলাপি রঙের অটো চালাচ্ছেন৷ তবে সেসব অটোতে শুধু নারীরাই যাত্রী হন৷ কিন্তু মুম্বইয়ের নারী চালকদের অটোতে নারী-পুরুষ উভয়ইউঠতে পারবেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)
কেমন লাগলো ভারতের নারী রিকশাচালকদের গল্প? লিখুন নীচের ঘরে৷