1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে রেকর্ড করোনা পরীক্ষা, আক্রান্ত দুই লাখ ৭৬ হাজার

২০ মে ২০২১

একদিনে রেকর্ড করোনা পরীক্ষা হলো ভারতে। ২০ লাখ ৫৫ হাজার। তাতে করোনা সংক্রমণের সংখ্যা সামান্য বাড়ল।

https://p.dw.com/p/3te12
ভারতে কিছুটা কমে আবার বাড়ল করোনা রোগীর সংখ্যা। ছবি: Danish Siddiqui/REUTERS

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার মানুষ। একদিন আগে সংখ্যাটা ছিল সামান্য কম। তবে এদিন আরো বেশি করোনা পরীক্ষা হয়েছে। ২০ লাখ ৫৫ হাজার। ফলে যতজনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১০ শতাংশের সামান্য বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে দেখা যাচ্ছে। মৃতের সংখ্যাও কিছুটা কমে হয়েছে তিন হাজার ৮৭৪। 

সব চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কর্ণাটকে, ৩৪ হাজার ২৮১ জন। তারপরই মহারাষ্ট্রে ৩৪ হাজার ৩১ জন। তামিলনাড়ুতেও ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে। কেরালায় ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৪৬ জন। গত ৫ এপ্রিলের পর দিল্লিতে সব চেয়ে কম মানুষ একদিনে আক্রান্ত হলেন।

তবে ভারতে এখন ব্ল্যাক ফাংগাস দ্রুত ছড়াচ্ছে। রাজস্থান ও তেলেঙ্গানা ব্ল্যাক ফাঙ্গাসকেও অতিমারি বলে ঘোষণা করেছে। দুই জায়গাতেই একশ জনের বেশি এই রোগে আক্রান্ত হয়েছেন। রাজস্থানে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

বাড়িতে বসে পরীক্ষা

এরই মধ্যে সরকার বাড়িতে বসে করোনা পরীক্ষার কিট অনুমোদন করেছে। তবে একমাত্র যাদের উপসর্গ আছে, তারাই এই কিট ব্যবহার করতে পারবেন। এর জন্য একটা অ্যাপও চালু করা হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)