ভারতে ‘অনার কিলিং’
৭ জুলাই ২০১৩এর সাম্প্রতিকতম করুণ ও নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে৷ এক উঁচুজাতের তরুণী মা-বাবার অমতে ভালোবেসে বিয়ে করেছে এক দলিত যুবককে৷ তরুণীটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে – এ খবর ছড়িয়ে পড়তেই মেয়েটির বাবা তথাকথিত অপমানে আত্মহত্যা করেন৷ শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা, শেষে কারফিউ৷ মেয়ের বাড়ির লোকেরা মেয়েটিকে জোর করে নিয়ে যান ছেলেটির বাড়ি থেকে৷ বাড়তে থাকে সামাজিক ও রাজনৈতিক চাপ৷ মামলা ওঠে আদালতে৷
বাড়ির লোকদের দৈহিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আদালতে এই বিয়ে ভেঙে দেবার আর্জি জানায়৷ এর আগে মেয়েটি সংবাদমাধ্যমের কাছে বলেছিল, প্রচণ্ড চাপের মুখে জাতপাতের এই সমাজের কাছে সে তাঁর ভালোবাসাকে বলি দিতে রাজি৷ মনে করা হচ্ছে, এই রাজনৈতিক চাপ সৃষ্টিতে প্রধান ভূমিকা ছিল পিএমকে দলের৷
দু'দিন পরে দলিত ছেলেটির লাশ পাওয়া যায়৷ এই মৃত্যুর কারণ নিয়ে নানা মহলে ওঠে নানা থিওরি৷ কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা৷ তবে তাঁকে খুন করে রেললাইনের ধারে ফেলে দেয়া হয়, এমনটাই সন্দেহ পুলিশের৷ সমাজে এই ধরণের হৃদয়হীন, পাশবিক মানসিকতার ঘটনা অহরহ ঘটে চলছে৷ তবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কিছু নারী সংগঠন৷ এ বছরের জানুয়ারি মাসে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সংগঠন দাঁড়িয়ে থেকে ডজন খানেক ভিন্ন ভিন্ন জাতের ছেলে-মেয়েদের বিয়ে দেয়৷
প্রেম-ভালোবাসা নিয়ে জাতপাতের এই দাঙ্গা, রক্তপাত, হত্যা, বিচ্ছেদ, সামাজিক বয়কট ইত্যাদির মতো ‘অনার কিলিং'-এর মোকাবিলায় দরকার বিশেষ আইন, যার একটা খসড়া তৈরি করে কেন্দ্রীয় সরকারকে দিয়েছে মহিলা সংগঠনগুলি৷ খসড়ার সুপারিশগুলির সঙ্গে মিল আছে ২৪২তম আইন কমিশনের রিপোর্ট এবং হালে প্রকাশিত ভার্মা কমিশনের রিপোর্টের৷ সেখানে এই ধরণের অপরাধে খাপ পঞ্চায়েত, তামিলনাড়ুর খাট্টা পঞ্চায়েতের ভূমিকা তুলে ধরা হয়৷ উল্লেখ্য, ২০১২ সালে ৩৩৩টি ‘অনার কিলিং'-এর অভিযোগ দায়ের করা হয়েছিল৷
এই ধরণের অপরাধ রোধে সংবিধান সংশোধনের কথা উঠলে সরকারের তরফে বলা হয় যে, তার কোনো প্রয়োজন নেই৷ অথচ আইন কমিশনের নির্দেশে বলা আছে, উঁচু জাতি, নীচু জাতি, সমগোত্র বা ভিন্ন ধর্মের তরুণ-তরণীদের ওপর অন্য কারোর ইচ্ছা-অনিচ্ছা জোর করে চাপিয়ে দেয়া যাবে না৷
এমন কী, এই ঘৃণ্য প্রথার মূলোচ্ছেদ করার দৃঢ়সংকল্প দেখা যাচ্ছে না কেন্দ্রের কংগ্রেস সরকার এবং কংগ্রেস-শাসিত রাজ্যগুলিতে৷ হরিয়ানার খাপ পঞ্চায়েত একটি রাজনৈতিক প্রভাবশালী জাতিগোষ্ঠী, যারা নিয়ন্ত্রণ করে ভোট ব্যাংক৷ রাজনীতি এবং জাতপাতের বৈষম্য একে অপরের ওপর নির্ভরশীল৷ তাতেই আবর্তিত হচ্ছে ভারতীয় রাজনীতি৷ আর তারই মাঝে গত ছয় মাসেই চিরদিনের মতো হারিয়ে গেছে কয়েক ডজন ভারতীয় তরুণ-তরণীর দ্বৈত জীবনের, ভালোবাসার স্বপ্ন৷