1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ক্লিন্টন

৮ মে ২০১২

ভারতীয় নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা শেষ করে আজ ফিরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ বার্তা দিলেন, সন্ত্রাস দমনে সর্বান্তকরণে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/14rik
U.S. Secretary of State Hillary Rodham Clinton, left, meets Indian Prime Minister Manmohan Singh in New Delhi, India, Monday, May 7, 2012. Clinton urged energy-starved India on Monday to reduce its Iranian oil imports to keep up pressure on the Islamic republic to come clean about its nuclear program.(Foto:Harish Tyagi, Pool/AP/dapd)
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AP

আজ নতুন দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বৈঠকের পর, সাংবাদিকদের মুখোমুখি হন উভয় নেতা৷ পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ভারত-মার্কিন সম্পর্ক গভীরতর হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সন্ত্রাস দমনে পাকিস্তানের দিক থেকে আরো সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা দরকার৷ যার মধ্যে আছে মুম্বই সন্ত্রাসীকাণ্ডের অভিযুক্তদের শাস্তিদান৷

এ প্রসঙ্গে আরো একধাপ এগিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি মুম্বই সন্ত্রাসী হামলার মূল চক্রী হাফিজ সাইদের নাম উল্লেখ করে বলেন, অভিযুক্তদের বিচারের কাঠগোড়ায় আনতে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে৷ হাফিজের বিচারের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে পারলে এক কোটি ডলার পুরস্কার দেবার কথাও বলেন তিনি৷

অসামরিক পরমাণু সহযোগিতা ইস্যুতে ভারতকে সমকক্ষ হবার সুযোগ দেয়া উচিত৷ পরমাণু দায়বদ্ধতা সংক্রান্ত জাতীয় আইনের কাঠামোর অধীনে মার্কিন পরমাণু সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিগুলির সরাসরি আলোচনা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন এস.এম কৃষ্ণা৷ আর একে স্বাগত জানান হিলারি ক্লিন্টন৷

U.S. Secretary of State Hillary Rodham Clinton, right, and Indian Foreign Minister S.M. Krishna stand for photographers before a delegation level meeting in New Delhi, India, Tuesday, May 8, 2012. The United States and India on Tuesday called for Pakistan to do more to stop terrorism and pledged to keep up pressure on Iran over its nuclear program. (Foto:Manish Swarup/AP/dapd)
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনছবি: AP

ইরান ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে কৃষ্ণা সংলাপ ও আলোচনা মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেন৷ পাশাপাশি পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তির অন্তর্ভুক্ত দেশ হিসেবে ইরানের উচিত পরমাণু অস্ত্রশক্তি থেকে বিরত থাকার অঙ্গিকার পালন করা৷ প্রধানমন্ত্রী আরো স্পষ্ট করে হিলারি ক্লিন্টনকে গতকাল জানিয়ে দেন যে, পরমাণু অস্ত্রপ্রসার রোধের পক্ষে রয়েছে ভারত৷ কিন্ত জ্বালানিশক্তি ভারতের জাতীয় স্বার্থ৷ উল্লেখ্য, ইরানের বাণিজ্য প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের বাণিজ্যকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বাড়াবার বিষয়েও বৈঠক করেন৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পরমাণু অস্ত্রশক্তি হিসেবে ইরানের আত্মপ্রকাশ রোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে৷ চাপ সৃষ্টি করতে হবে ইরানকে আলোচনার টেবিলে আনতে, যতদিন না শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে পৌঁছানো যাচ্ছে৷

আফগানিস্তানের স্থিতিশীল সরকার, নিরাপত্তা আর্থিক বিকাশ ভারতের কাম্য৷ ভারত তারজন্য যথাসাধ্য সাহায্য করছে৷ এছাড়া চীন, নিকট প্রতিবেশী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনার কথাও বৈঠকে ওঠে৷

হিলারি ক্লিন্টন ভারতের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা দৃঢ়মূল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন৷ ভারতের ‘পুবে তাকাও' নীতি সমর্থন করে তিনি বলেন, বাংলাদেশ, মিয়ানমার তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ এছাড়া, মিয়ানমারে গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং সেদেশের আর্থিক সংস্কারেও ভারত উল্লেখযোগ্য অবদান রাখতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য