ভাগনার বাহিনীর বিদ্রোহ চেষ্টার পর শেয়ারবাজার
২৬ জুন ২০২৩সপ্তাহান্তের এই ঘটনার পর লেনদেনের প্রথম দিন সোমবার শেয়ার ও তেলের দাম কমেছে৷ বেড়েছে সোনার দাম৷
সোমবার দিনের শুরুর দিকে বিশ্বের শেয়ারবাজারগুলোতে শেয়ারের দাম কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ এমএসসিআই অল-ওয়ার্ল্ড সূচক ০.১ শতাংশ কমেছে৷
এছাড়া ইউরোপে প্রতিরক্ষা বিষয়ক কোম্পানিগুলোর শেয়ারের মূল্যও ০.৩ শতাংশ কমেছে৷ যেমন ব্রিটেনের বিএই সিস্টেমস ও ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে৷
এদিকে প্রতি আউন্স সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে ১,৯৩২ ডলার হয়েছে৷ অথচ শুক্রবার সোনার দাম গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম ছিল৷ বিশ্ব রাজনীতি ও বাজারে অস্থিরতার সময় বিনিয়োগকারীদের সাধারণত সোনার উপর ভরসা করতে দেখা যায়৷
প্রতি লিটার ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৩ শতাংশ কমে ৭৩.৬৯ ডলার হয়েছে৷
আর রাশিয়ার রুবলের দাম গত দেড় বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে৷
পুটিনের বিরুদ্ধে ভাগনার গ্রুপের বিদ্রোহ ইউক্রেন যুদ্ধের উপর কেমন প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়৷ তবে এটি গত কয়েক দশকের মধ্যে পুটিনের কর্তৃত্বের বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের ঘটনা৷
বিদ্রোহের প্রভাব সম্পর্কে নিশ্চিত কোনো ইঙ্গিত না থাকায় বিনিয়োগকারীদের ইকুইটি কেনা-বেচার চেয়ে নির্দিষ্ট আয় ও অন্যান্য ঝুঁকিহীন আয়ের প্রতি আগ্রহী দেখা গেছে৷
অবশ্য বিদ্রোহ ছাড়াও বিনিয়োগকারীদের অস্বস্তির আরেকটি কারণ ছিল, গত সপ্তাহে চীনে ছুটির সময়ের ভ্রমণ বিষয়ক তথ্য৷ এই সময় চীনারা যতখানি ভ্রমণ করবেন বলে আশা করা হয়েছিল, ততটা হয়নি৷ ফলে করোনা পরবর্তী সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে না৷
এদিকে, মূল্যস্ফীতি কমাতে ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে সুদের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে৷
জেডএইচ/কেএম (রয়টার্স)