1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্ল্যাকবেরির জন্য সৌদি দরজা খুলতে পারে

৮ আগস্ট ২০১০

ব্ল্যাকবেরির কিছু সেবা সাময়িক বন্ধের নির্দেশ দেয়ার পর আবার তা খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার৷ এ ব্যাপারে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষের সঙ্গে সরকারের একটি চুক্তি সই হবে বলে খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/Oeow
ছবি: dpa

এই চুক্তির আওতায় সৌদি আরবে একটি বিশেষ সার্ভার বসাবে ব্ল্যাকবেরি, যেটার মাধ্যমে সৌদি গোয়েন্দারা ব্যবহারকারীদের প্রেরিত সংক্ষিপ্ত বার্তার ওপর নজর রাখতে পারবেন৷

সৌদি আরবের স্যাটেলাইট টেলিভিশন আল-আরাবিয়া জানিয়েছে এসব তথ্য৷

উল্লেখ্য, মাত্র গত সপ্তাহেই সৌদি সরকার ব্ল্যাকবেরির মেসেঞ্জার সহ কিছু সেবা সাময়িক বন্ধের নির্দেশ দেয়৷ যেসব মোবাইল অপারেটর এই নির্দেশ মানবেনা তাদের জন্য ১৩ লক্ষ ডলার জরিমানা নির্ধারণ করা হয়৷ তথ্যের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার৷

এর আগে আরব আমিরাত সরকার আগামী অক্টোবর মাসের ১১ তারিখ থেকে ব্ল্যাকবেরির কিছু সেবা বন্ধ করার ঘোষণা দেয়৷ এর পরপরই সৌদি সরকার ঐ সিদ্ধান্ত নেয়৷ তবে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার জানিয়েছিল, যেসব দেশ নিরাপত্তার কথা চিন্তা করে ব্ল্যাকবেরির সেবা বন্ধের চিন্তাভাবনা করছে তাদের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন৷ উল্লেখ্য, ব্ল্যাকবেরির নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন বা রিম হলো কানাডার কোম্পানি৷

তবে ব্ল্যাকবেরির সঙ্গে সৌদি সরকারের সম্ভাব্য এই চুক্তিটি সই হলে আরব আমিরাতের সঙ্গেও একই ধরণের চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ এছাড়া ভারত ও ইন্দোনেশিয়াও নিরাপত্তা নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছে৷

কিন্তু রিম কোম্পানির প্রতিষ্ঠাতা মাইক লাজারিডিশ এই ধরণের চুক্তির পক্ষে ছিলেন না৷ গত সপ্তাহেই তিনি বলেছিলেন, যদি সরকারগুলোকে মেসেঞ্জারের বার্তার ওপর নজরদারি করার সুযোগ দেওয়া হয় তাহলে বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়