1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লেড রানার

১৫ ফেব্রুয়ারি ২০১৩

‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে তার বান্ধবীকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে৷ শুক্রবার দক্ষিণ আফ্রিকার একটি আদালত এই অভিযোগ আনে৷

https://p.dw.com/p/17emD
ছবি: AFP/Getty Images

আদালতে কান্নায় ভেঙে পড়েন পিস্টোরিয়াস৷ ক্রীড়াবিদ হিসেবে দুনিয়া জোড়া খ্যাতি তাঁর৷ অথচ ভালোবাসার দিনে কিনা খুন হলো তাঁর বান্ধবী! আর সেই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পিস্টোরিয়াস নিজেই৷

ঠিক কীভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটা অবশ্য বিস্তারিত এখনো জানা যায়নি৷ তবে ভালোবাসার দিনে স্বর্ণকেশী মডেল কন্যা রিভা স্টিনকেম্পের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পিস্টোরিয়াসের বাড়ি থেকে৷ তাঁর দেহে চারটি গুলির ক্ষত রয়েছে – মাথায় এবং হাতে৷

Südafrika Sport Oscar Pistorius mit Freundlin Reeva Steenkamp
সুখের অতীত: বান্ধবীর সঙ্গে অস্কার পিস্টোরিয়াসছবি: picture-alliance/AP

রিভাকে গুলি করা হয়েছে ৯ এমএম পিস্তল ব্যবহার করে৷ সেই পিস্তলটিও উদ্ধার করেছে পুলিশ, ঘটনাস্থলের পাশ থেকেই৷ পিস্তলটি বৈধ, সেটির মালিক পিস্টোরিয়াস৷

এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে অলিম্পিকে সোনা জয়ী এই ক্রীড়াবিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা যেতে পারে৷ আদালত সেটাই করেছে৷

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় পিস্টোরিয়াসের একটি সুরক্ষিত বাড়ি রয়েছে৷ এই হত্যাকাণ্ডের বিষয়ে শুরুতে গুজব রটেছিল যে, বান্ধবীকে বাড়িতে অবৈধ অনুপ্রেবশকারী মনে করে গুলি করেন তিনি৷ কিন্তু সেই গুজব উড়িয়ে দিয়েছে পুলিশ৷ পিস্টোরিয়াসের প্রতিবেশীরাও জানিয়েছেন, গুলির শব্দের আগে ঝগড়া শুনেছেন তারা৷ তাছাড়া রিভার মরদেহ নাকি উদ্ধার করা হয়েছে পিস্টোরিয়াসের বাথরুম থেকে৷

২০১২ সালের অলিম্পিকে অংশ নিয়ে রেকর্ড গড়েন অস্কার পিস্টোরিয়াস৷ হাঁটুর নিচ থেকে দু'টি পা নেই তার৷ সেখানে কার্বন ফাইবারের তৈরি প্লাস্টিক ব্লেড ব্যবহার করে দৌড়ান তিনি৷ এই অবস্থায় অলিম্পিকে অংশ নেওয়া প্রথম ক্রীড়াবিদ তিনি৷

Paralympics Läufer Oscar Pritorius Festnahme
হলিউডের ছবির মতো জীবন অস্কার পিস্টোরিয়াসেরছবি: picture-alliance/AP

এছাড়া প্যারালিম্পিকে একাধিকবার অংশ নিয়েছেন পিস্টোরিয়াস৷ ২০০৮ সালের বেইজিং প্যারালিম্পিকে একশো, দুশো এবং তিনশো মিটার দৌড়ে সোনা জয় করেন তিনি৷ ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে দলীয়ভাবে জয় করেন সোনা৷ টাইম ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে রয়েছেন এই ক্রীড়াবিদ৷

এআই / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য