1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লাড ডোপিং

২১ এপ্রিল ২০১৩

অ্যানিমিয়া, অর্থাৎ রক্তশূন্যতার রোগীদের জন্য ভালো খবর বৈকি৷ ওদিকে ইপো কেলেংকারির দরুণ ল্যান্স আর্মস্ট্রং এবং গোটা সাইক্লিস্ট সম্প্রদায়ের নাম খারাপ হয়েছে৷ এখন অসৎ অ্যাথলিটরা যদি এই নতুন ওষুধের মাধ্যমে ডোপিং শুরু করে?

https://p.dw.com/p/18JpS
ARCHIV - ILLIUSTRATION - Das Symbolfoto zeigt eine Spritze vor dem Wort Doping, aufgenommen am 25.07.2007. Die grün-rote baden-württembergische Landesregierung will den Druck auf Dopingsünder erhöhen. Dazu stellt Justizminister Stickelberger (SPD) am 13.11.2012 entsprechende Eckpunkte vor, die die strafrechtliche Bekämpfung von Doping verbessern sollen. Im Kampf gegen unerlaubte leistungssteigernde Mittel ist Baden-Württemberg nach Bayern das zweite Bundesland, das eine Schwerpunktstaatsanwaltschaft zur Verfolgung von Dopingdelikten eingerichtet hat. Foto: Patrick Seeger/dpa (Zu lsw Vorausmeldung: «Land will Druck auf Dopingsünder erhöhen» vom 13.11.2012) +++(c) dpa - Bildfunk+++
Doping Symbolbildছবি: picture-alliance/dpa

নতুন যে ওষুধটি বাজারে ছাড়ার জন্য জাপানের অ্যাস্টেলাস ফার্মা ও ব্রিটেনের গ্ল্যাক্সোস্মিথক্লাইনের মধ্যে প্রতিযোগিতা চলেছে, সেটি মানুষের শরীরকে বোঝায় যে, সে যেন পাহাড়ে চড়েছে৷ তার ফলে শরীর আরো বেশি লাল রক্তকণিকা উৎপাদন করে৷ দুই কোম্পানির ওষুধই এখনো পরীক্ষার পর্যায়ে, যদিও জাপানের অ্যাস্টেলাস সংস্থা ও তাদের সহযোগী ফিব্রোজেন কিছুটা এগিয়ে রয়েছে৷

নতুন ওষুধটি তৈরি করা হচ্ছে মূলত রক্তশূন্যতার রোগীদের জন্য, যারা বর্তমানে ইপো বা এরিথ্রোপোয়েটিন ভিত্তিক ওষুধ ব্যবহার করে থাকেন৷ নতুনত্বের প্রয়োজন পড়ার একটি কারণ এ-ও হতে পারে যে, ইপোর একাধিক পার্শ্বপ্রভাব আছে, যা কার্ডিওভ্যাস্কুলার বা হৃদযন্ত্রের নালিঘটিত সমস্যার সৃষ্টি করতে পারে: যেমন ইপো সেবনে রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা থাকে৷

epa03293139 An undated handout photo from drug maker GlaxoSmithKline PLC shows the company's corporate offices in Brentford, Middlesex, Britain. GSK has reportedly has been hit with a USD 3 billion fine by the US Justice Department and will plead guilty to misbranding drugs Paxil and Welbutrin into interstate commerce. According to the government the drugs were marketed for afflictions for which they had not been approved. The fine is the larges payment by a US drug manufacturer and the largest fraud settlement in US history. EPA/GLAXOSMITHKLINE HANDOUT EDITORIAL USE ONLY NO SALES
ব্রিটেনের গ্ল্যাক্সোস্মিথক্লাইনছবি: picture-alliance/dpa

নতুন ওষুধে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা নেই৷ ওদিকে তার সবচেয়ে বড় সুবিধা হল, তা ট্যাবলেটের আকারে বাড়িতেই সেবন করা চলে৷ নতুন ওষুধটি হাইপক্সিয়া বা নিম্ন অক্সিজেনযুক্ত পরিবেশে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াটির নকল করে, যার ফলে স্বাভাবিকভাবেই মূত্রাশয়ে আরো বেশি ইপো উৎপাদিত হয়৷

তৃতীয়ত, খেলাধুলার জগতে ইপো সংক্রান্ত কেলেংকারির ফলে বিশ্বব্যাপী ইপো ড্রাগগুলির বাজার ২০০৬ সালে বারো হাজার কোটি ডলার থেকে কমে এখন আট হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে৷ কাজেই এই বাজারে একটি নতুন ওষুধ বিশ্বজয় করতে পারে৷ মুশকিল এই যে, অসৎ ক্রীড়াবিদরাও ঐ বিশ্বজয় করারই স্বপ্ন দেখেন! তারা যদি স্রেফ ট্যাবলেট খেয়ে রক্তে লালকণিকা বাড়ানোর সুযোগ পায়...

তাহলে ওষুধের উদ্ভাবকদের অবিলম্বে বিশ্ব ডোপিং প্রতিরোধী সংস্থা ওয়াডার সঙ্গে কথা বলা উচিত৷ অ্যাস্টেলাস বলছে, তারা তাদের নতুন ওষুধের যাতে অপব্যবহার না হয়, তা নিশ্চিত করবে, তবে তারা এখনও ওয়াডার সাথে কথা বলেনি৷ গ্ল্যাক্সোস্মিথক্লাইন গতবছরেই ওয়াডাকে তাদের নতুন প্রচেষ্টার কথা জানিয়েছে৷ বলতে কি, ওয়াডার সাথে নতুন চুক্তির আওতায় জিএসকে-ই প্রথম এ ধরনের বিজ্ঞপ্তি দিল৷

এই দুনিয়ায় বিজ্ঞান আর খেলাধুলা, ব্যবহার-অপব্যবহার, ভালো-মন্দের ফারাক এত কমে এসেছে যে, সাবধানের মার নেই!

এসি/ডিজি (রয়টার্স)