‘দ্য বব্স’ প্রতিযোগিতা চলছে
১৬ ফেব্রুয়ারি ২০১৬দ্য বব্স প্রতিযোগিতার চলতি আসরে মনোনয়ন জমা দিতে পারেন যেকোন ইন্টারনেট ব্যবহারকারী৷ তবে মনোনয়নের জন্য জমা দেয়া লিংকটি অবশ্যই বাংলাসহ প্রতিযোগিতার ১৪টি ভাষার যে কোনো একটি বা একাধিক ভাষার হতে হবে৷ চলতি বছর সামাজিক পরিবর্তন, প্রগতির জন্য প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতি, নাগরিক সাংবাদিকতা এবং ভাষাভিত্তিক ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেয়া যাবে৷
মনোনয়ন জমা দিন এখানে: https://thebobs.com/bengali/
দ্য বব্স প্রতিযোগিতায় মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া বেশ সহজ৷ এ জন্য শুরুতেই যেতে হবে https://thebobs.com/bengali/ ঠিকানায়৷ এরপর সাইটটির উপরের অংশের কভার ছবির নীচে ডানদিকে পাবেন ‘লগ ইন' করার কয়েকটি অপশন৷ বাংলা ভাষাভাষীদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে ফেসবুক বা টুইটার ব্যবহার করে লগ ইন করা৷ এছাড়া ওপেনআইডি, ভিকন্ট্যাক্ট এবং ডয়চে ভেলের নিজস্ব ব্যবস্থায় ‘লগ ইন' করে মনোনয়ন জমা দেয়া যায়৷
বব্স-এর ওয়েবসাইটে ‘লগ ইন' করার পর মনোনয়ন জমা দিতে প্রথমে বাছাই করতে হবে বিভাগ৷ এ জন্য ‘বিভাগ বাছাই করুন' ঘরটির উপরে ক্লিক করুন৷ এখানে ‘ড্রপ ডাউন মেন্যু'-তে পাবেন সামাজিক পরিবর্তন, প্রগতির জন্য প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতি, নাগরিক সাংবাদিকতাসহ ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগ৷ আপনি যে ওয়েসবসাইট, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ সাইটে থাকা প্রোফাইল, ব্লগ বা পডকাস্টের লিংক মনোনয়ন দিতে চাচ্ছেন, সেটা যে বিভাগের সঙ্গে সম্পর্কিত সেই বিভাগ বাছাই করুন এই তালিকা থেকে৷ এরপর ডান পাশের ঘরটিতে লিংকটি লিখুন বা ‘পেস্ট' করুন৷ সবশেষে বাছাই করতে হবে ভাষা৷ বাংলা ভাষা ছাড়াও তেরটি ভাষায় দ্য বব্স-এর মনোনয়ন জমা নেয়া হয়৷ তাই যে ভাষার ওয়েব লিংক আপনি মনোনয়ন দিতে চাচ্ছেন, সেই ভাষা এখানে নির্বাচন করুন৷ সবশেষে ক্লিক করুন ‘জমা দিন' বাটনটি৷
মনোনয়ন জমা দেয়ার পর সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন৷ এ সংক্রান্ত একটি বার্তা স্বয়ংক্রিভাবে দ্য বব্স ওয়েবসাইটে প্রদর্শন করবে৷ খেয়াল রাখবেন, আপনি চাইলে একাধিক মনোনয়ন জমা দিতে পারেন৷ তবে একই ওয়েব লিংক বারবার মনোনয়ন দেয়া হলে তাতে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা বাড়ে না৷
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৩ মার্চ পর্যন্ত৷ গত কয়েকবছরে বেশ কয়েকটি বাংলা ব্লগ, প্রকল্প এই প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷ বাংলা ভাষার এই জয়যাত্রা অব্যাহত রাখতে তাই ব্যতিক্রমী বাংলা ব্লগ, অনলাইন প্রকল্প এবং সর্বোপরি আপনার ইন্টারনেট হিরোকে প্রতিযোগিতায় মনোনয়ন করুন৷
ব্লগ প্রতিযোগিতা নিয়ে আপনার কোন প্রশ্ন আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷