1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ ওয়াচ

৪ জুলাই ২০১২

চলতি সপ্তাহে বাংলা ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা স্থান পাচ্ছে৷ চট্টগ্রামে ভূমিধসের প্রেক্ষিতে ব্লগারদের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বিভিন্ন সাইটে৷ আঞ্চলিক একটি ব্লগ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে প্রিয় ব্লগ৷

https://p.dw.com/p/15QrG
ছবি: REUTERS

মানবিক আহ্বান

‘দৃষ্টি আকর্ষণ: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মানবিক সাহায্যের প্রস্তাবনা' - এটি হচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের মূল শিরোনাম৷ বৃহত্তর চট্টগ্রামে সাম্প্রতিক ভূমিধসের প্রেক্ষিতে একটি নিবন্ধের শিরোনাম এটি৷  ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কিছু প্রস্তাব করেছেন ব্লগার সুলতান মির্জা৷ তিনি লিখেছেন, ‘‘আমরা কী বিডি ব্লগ পরিবারের পক্ষ থেকে যার যতটুকু সামর্থ্যে কুলোয় তা দিয়ে দুর্গত অঞ্চলের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি না? দেখি না একটু চেষ্টা করে তাদের জন্য কিছু করতে পারি কী না৷ আপনার কাছে যদি ১০০ টাকা থাকে তাহলে তাদের জন্য ৫০ টাকা দিন৷ আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ৫০ টাকা মিলে হয়ে যাবে বিশাল একটি পরিমাণ৷''

বলাবাহুল্য, সুলতান মির্জার এই আহ্বান ব্লগারদের মাঝে সাড়া জাগিয়েছে৷ অনেক ব্লগারই ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন৷ আমার ব্লগ ডটকমে একই বিষয়ে নিবন্ধের শিরোনাম, ‘‘ত্রাণ প্রস্তাবনা: বাতাসে শুনি পাহাড়ের কান্না….আসুন, ওদের সাহায্যে আমরা এগিয়ে যাই৷'' আমার ব্লগের মূল ব্যানারেও চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দুর্দশার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে৷

নতুন রূপে সামহোয়্যার ইন ব্লগ

ইন্টারনেট ক্লিকের বিচারে সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট সামহয়্যারইন ব্লগে বেশি কিছু পরিবর্তন আনা হয়েছে৷ সাইটটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘গত ১৩ই জুন বাঁধ ভাঙার আওয়াজ'এর নতুন ভার্সন'এর প্রিভিউ রিলিজ'এর পরিপ্রেক্ষিতে, আপনাদের মন্তব্য, পোস্ট ও বিভিন্ন ডিসকাশন থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আরও কিছু পরিবর্তন এনে বাঁধ ভাঙার আওয়াজ'এর নতুন ভার্সনটি লাইভ রিলিজ দিয়েছি৷ ভবিষ্যতে এই ভার্সন'এর উপর আমরা আরও কাজ করবো এবং প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনবো৷ আশা করি এই নতুন ভার্সন ও পরিবর্তনগুলো আপানাদের ভালো লাগবে৷''

Abu Sufian, Preisträger in der Kategorie Reporters Without Borders Award, The BOBs 2012
ব্লগার আবু সুফিয়ানছবি: DW/M. Müller

সামহয়্যারইন ব্লগে এই পরিবর্তন নিয়ে মিশ্র মন্তব্য করেছেন ব্লগাররা৷ কেউ কেউ ব্লগের বিন্যাসে পরিবর্তনকে স্বাগত জানালেও অনেকের দাবি, নোটিফিকেশন, কমেন্ট এডিট, কমেন্ট লাইকসহ কিছু বিষয় এখনো যোগ করা হয়নি৷ ব্লগ কর্তৃপক্ষ অবশ্য ভবিষ্যতে আরো পরির্বতনের অঙ্গীকার করেছেন৷

আঞ্চলিক ব্লগ প্রতিযোগিতা

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ২০১২ শেষ হয়েছে৷ এবছর প্রতিযোগিতার মিশ্র ক্যাটেগরিতে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে একটি বাংলা ব্লগ৷ গত সপ্তাহে ব্লগার আবু সুফিয়ান রিপোটার্স উইদাআউট বডার্স ক্যাটেগরিতে এই পুরস্কার গ্রহণ করেন৷ জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে বব্স বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ পুরস্কার গ্রহণের পর সুফিয়ান ইতিমধ্যে দেশে ফিরে গেছেন৷

এদিকে, বাংলাদেশে একটি ব্লগ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রিয় ডটকম ব্লগ৷ প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা'৷ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর -- তিন মাস ধরে চলবে এই প্রতিযোগিতা৷ প্রতি মাসেই অবশ্য ২০ জন বিজয়ীকে স্থানীয় একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় পুরস্কার প্রদান করা হবে৷ এছাড়া সেরা ১৫ লেখক ক্রিকেটার সাকিব আল-হাসান'এর সঙ্গে ডিনারের সুযোগ পাবেন৷

প্রসঙ্গত, বাংলা ব্লগ প্ল্যাটফর্ম সচলায়তন'এর প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি হয়েছে গত পহেলা জুলাই৷ এক নিবন্ধে সাইটটির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘বাংলা ব্লগমণ্ডলে সচলায়তন দীর্ঘ সময় ধরে মন্থর কিন্তু নিশ্চিত গতি বজায়ে সচেষ্ট থেকেছে৷ অযুত নিযুত ‘ব্যবহারকারী'র পরিবর্তে কয়েক শত ‘সদস্য' নিয়ে সচলায়তন পথ চলছে৷''

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য