ব্রেমেনের বিরুদ্ধে শোয়ান্সটাইগারের চমক
২৭ অক্টোবর ২০১০এই নিয়ে নিজেদের মাঠে অনুষ্ঠিত জার্মান কাপের টানা ২৪ টি ম্যাচে অপরাজিত বায়ার্ন মিউনিখ৷ মঙ্গলবারের ম্যাচটিতে অবশ্য শুরুতেই গোল খেয়ে গিয়েছিল তারা৷ খেলার মাত্র দুই মিনিটের মাথায় ভেরডার ব্রেমেনের ক্লডিও পিজ্জারিও গোল করে বায়ার্ন সমর্থকদের চমকে দেন৷ তবে এদিন বায়ার্নের ত্রাণকর্তা ছিলেন বাস্টিয়ান শোয়ান্সটাইগার৷ গোল শোধের পাশাপাশি জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকে৷ ২৭ মিনিটের সময় তিনি গোল শোধ করেন৷ তবে ৭৪ মিনিটের মাথায় ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে যে গোলটি করেন শোয়ান্সটাইগার তা ছিল দেখার মত৷ যদিও খেলা শেষে গোলটির ব্যাপারে তাঁর মন্তব্য ছিল এমন, আমাকে গোলটি করতেই হতো৷ অন্যদিকে কোচ ফান গাল জানান, যে দলের অনেক খেলোয়াড় চোটের কারণে বাইরে থাকার পরও এমন জয় দারুণ ব্যাপার৷ এই জয়ের ফলে জার্মান কাপের সেরা ১৬ তে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ৷
এদিকে বায়ার্নের পাশে আরও জায়গা করে নিয়েছে শালকে, ভোল্ফসবুর্গ এবং কোলন৷ মঙ্গলবার অফ ফর্মে ভুগতে থাকা শালকেও জয় পেয়েছে৷ তবে দ্বিতীয় বিভাগের দল ফ্রাংকফুর্টকে হারিয়েছে তারা মাত্র এক গোলে৷ ম্যাচের ১২ মিনিটের সময় গোলটি করেন জোসে মানুয়েল জুয়ার্ডো৷ অন্যদিকে ভিক্টোরিয়াকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে ভোল্ফসবুর্গ৷ ম্যাচের ১৭ মিনিটের সময় প্রথম গোল আসে পেটার পেকারিকের পা থেকে৷ এরপর ৫২ মিনিটে ইয়সু এবং ৫৫ মিনিটে মার্সেল শ্যেফারের গোল৷ ৭১ মিনিটের সময় একটি গোল শোধ করেন ভিক্টোরিয়ার স্টেফান রান৷ এদিকে অন্য ম্যাচে বুন্ডেসলিগার একেবারে তলায় থাকা কোলন জার্মান কাপে গতকালের খেলায় হ্যানোভারকে হারিয়েছে ২-১ গোলে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম