ব্রিকসের সদস্যপদ পাচ্ছে নতুন ৬টি দেশ
২৪ আগস্ট ২০২৩বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন এই ছয় দেশের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছেন আজ। নতুন দেশগুলোর সদস্যপদ ২০২৪ সাল থেকে কার্যকর হবে।
ব্রিক্সের সম্মেলনের আগে প্রায় ৪০টি দেশ সদস্যপদের জন্য আবেদন করেছিল। এর আগে আগস্টে বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন৷ জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেনেভায় সফরকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি৷
ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সম্মেলনের শেষ দিন।
এসএইচ/কেএম (ডেইলি স্টার)