ব্রাজিলের আদিবাসী অলিম্পিক
ব্রাজিলের কয়েকশ আদিবাসী অ্যাথলেট সম্প্রতি তাদের নিজস্ব অলিম্পিকে অংশ নিয়েছেন৷ সেই প্রতিযোগিতার কিছু ছবি দিয়ে সাজানো এই ছবিঘর৷
আদিবাসী অলিম্পিক
সাও পাওলো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণের পেরুইবে শহরে কয়েকশ আদিবাসী অ্যাথলিট তাদের নিজস্ব অলিম্পিকে অংশ নেন৷ প্রতিযোগিতাটি তিনদিন ধরে অনুষ্ঠিত হয়৷ ছবিতে দুজন কুস্তিগীরকে দেখা যাচ্ছে৷
আদিবাসী সংস্কৃতি উদযাপন
পেরুইবে শহরের তাপিরেমা সম্প্রদায় এটির আয়োজন করেছিল৷ অ্যাথলেটিক বিভিন্ন খেলা ছাড়াও সেখানে আদিবাসী সংস্কৃতি উদযাপন করা হয়৷ আদিবাসী নন এমন অ্যাথলেটরাও এতে অংশ নেন৷
নারী ফুটবল
ফুটবলপাগল ব্রাজিলের আদিবাসী অলিম্পিকে ফুটবল থাকবে না, তাতো হয় না৷ ছবিতে আদিবাসী নারীদের ফুটবল খেলতে দেখা যাচ্ছে৷
গাছের গুঁড়ি নিয়ে রিলে রেস
তুপি-গুয়ারানি সম্প্রদায়ের প্রধান আওয়া তেনোদেঙ্গুয়া সাগর সৈকতে গাছের গুঁড়ি নিয়ে দৌড়াচ্ছেন৷ আদিবাসী অলিম্পিকের রিলে রেসের এটিই নিয়ম৷ তেনোদেঙ্গুয়ার কাছে এই খেলা শুধু শক্তিপ্রদর্শনের অংশ নয়, বরং এটি আদিবাসী সংস্কৃতি তুলে ধরারও একধরনের চেষ্টা৷
ঐতিহ্যবাহী পোশাক পরে খেলায় অংশগ্রহণ
ঐতিহ্যবাহী পোশাক পরে ডার্ট প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন একজন৷
দড়ি টানাটানি
দড়ি টানাটানি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীরা৷ ২০১৫ সালে প্রথমবারের মতো আদিবাসী অলিম্পিকের আয়োজন করা হয়েছিল৷ এতে অংশ নিয়ে আদিবাসী সম্প্রদায় তাদের শক্তিমত্তা দেখাতে পারেন৷ সেইসঙ্গে অন্য সম্প্রদায়ের সঙ্গে তাদের মেশারও সুযোগ তৈরি হয়৷
মেয়েদের রিলে রেস
জুলিয়ানা দো প্রাদো গাছের গুঁড়ি কাঁধে নিয়ে সৈকত দৌড়াচ্ছেন৷ তার এলাকার আদিবাসীরা এখন বর্ণবাদের শিকার হচ্ছেন বলে জানান তিনি৷ এছাড়া বন কাটার কারণে এলাকা ছাড়তেও বাধ্য হতে হয় বলে জানান জুলিয়ানা৷