ব্রাজিলে বন্যায় নিহত অন্তত ১৪৭
ব্রাজিলের দক্ষিণের এক রাজ্য দুই সপ্তাহ ধরে বন্যাকবলিত৷ এতে এখন পর্যন্ত অন্তত ১৪৭ জন মারা গেছেন৷ এল নিনো ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷
ভারী বর্ষণ থেকে বন্যা
ব্রাজিলের দক্ষিণের রিও গ্রান্ডে দো সুল রাজ্যে দুই সপ্তাহ ধরে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ছয় লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন৷ ৮০ হাজারের মতো মানুষ স্কুল, স্পোর্টস ক্লাব ও অন্যান্য ভবনে গড়ে তোলা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন৷ সোমবারও রাজ্যের নদীগুলোতে নতুন করে পানি বেড়েছে৷
হতাহত
অন্তত ১৪৭ জন মারা গেছেন৷ আহতের সংখ্যা ৮০০র বেশি৷ ঊদ্ধারকারীরা সোমবারও নৌকা ও জেট স্কি ব্যবহার করে নিখোঁজ ১২৭ জনকে খুঁজে বেড়িয়েছেন৷
পানির নিচে সব
শতশত শহর, শহরতলী এবং রাজ্যের রাজধানী পোর্টো আলেগ্রের একটি অংশ কয়েকদিন ধরে পানিতে তলিয়ে আছে৷ সেখানকার সড়কগুলো পানিপথে রূপ নিয়েছে৷
বন্ধ স্কুল, বিমানবন্দর
রিও গ্রান্ডে দো সুল রাজ্যের সাড়ে তিন লাখের বেশি স্কুল শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না, আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে, অসংখ্য সড়ক ও সেতু যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে৷
চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত
রিও গ্রান্ডে দো সুল রাজ্য ব্রাজিলে চালের মোট চাহিদার দুই-তৃতীয়াংশ সরবরাহ করে থাকে৷ কিন্তু বন্যার কারণে অনেক জমি তলিয়ে গেছে৷ সংকট মেটাতে দুই লাখ টন চাল আমদানির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
দায়
ব্রাজিলে চরম আবহাওয়াজনিত একের পর এক দুর্যোগ ঘটছে৷ বন্যার আগে দেশটিতে দাবানল, তীব্র তাপদাহ ও খরা হয়েছে৷ সরকার ও বিশেষজ্ঞরা এর জন্য এল নিনো ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন৷
কর্তৃপক্ষ ‘প্রস্তুত’ ছিল না: প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা স্বীকার করেছেন, এমন বন্যার জন্য কর্তৃপক্ষ ‘প্রস্তুত’ ছিল না৷ অর্থমন্ত্রী ও রিও গ্রান্ডে দো সুল রাজ্যের গভর্নরের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি৷ বন্যার কারণে প্রেসিডেন্ট চিলি সফর বাতিল করেছেন৷ বুধবার তিনি তৃতীয়বারের মতো বন্যাকবলিত এলাকা সফরে যাবেন৷