1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশব্রাজিল

ব্রাজিলে চক্রাকার অর্থনীতি ও টেকসই উৎপাদনের উদ্যোগ

২৬ ফেব্রুয়ারি ২০২৪

প্লাস্টিকসহ কৃত্রিম মোড়ক গোটা বিশ্বে প্রকৃতির জন্য বিশাল হুমকি হয়ে উঠছে৷ ব্রাজিলের শিল্পজগত চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/4csuU
প্লাস্টিকের প্রতীকী ছবি
প্রতীকী ছবি: ব্রাজিলের শিল্পজগত চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷ছবি: Desiree Martin/AFP/Getty Images

ব্রাজিলের বিখ্যাত ইগুয়াসু জলপ্রপাত ও ইগুয়াসু নদীর অন্যতম উৎস আতুবা নদী৷ সেখানেই দিয়েগো সালদানিয়ার জন্ম৷ সেই নদীতেই তিনি সাঁতার শিখেছিলেন৷ আজ সেই নদী আবর্জনায় ভরে গেছে৷

সেই নতুন বাস্তবের কারণে দুঃখের বশে দিয়েগোর মনে কিছু একটা করার তাগিদ জন্মেছিল৷ তিনি নিজের শক্তিতেই নদী সাফাইয়ের উদ্যোগ নিলেন৷ দিয়েগো বলেন, ‘‘তখন আমার মনে এক ইকোলজিকাল প্রাচীর তৈরির আইডিয়া এলো, যা ভেসে আসা সব আবর্জনা টেনে নেবে৷ বৃষ্টির দিনগুলিতে আমার পেছনের অংশটা নানা ধরনের মোড়কে ভরে যায়৷ এই সব ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, চারিদিকে স্টাইরোফোমের আধার, প্লাস্টিকের বোতল, ডিটারজেন্ট ছড়িয়ে রয়েছে৷ আমার মতে, পণ্যের মোড়ক কমানোর একটা পথ খুঁজে বার করা যায়, যাতে সেগুলি কোনো না কোনো ভাবে নদীতে এসে না পড়ে৷ এই সব পণ্য ফেলার আরো ভালো প্রণালীর সন্ধান করতে হবে৷''

প্রতি বছর ব্রাজিলে প্রায় আট কোটি ২০ লাখ টন আবর্জনা সৃষ্টি হয়৷  প্রকৃতির কোলে জমা না হলে সেগুলি বিশাল স্তূপে জমা হয়৷  মাত্র দুই শতাংশ পুনর্ব্যবহার করা হয়৷

দিয়েগোর সবুজ মোড়ক

ব্রাজিলের কিছু সংস্থা এখনই এই সমস্যার সমাধানের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ সেই কোন্পানিগুলি পণ্যের ‘সার্কুলার ইউজ' বা চক্রাকার ব্যবহারে মদত দিচ্ছে৷ অর্থাৎ বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে পণ্যগুলি বার বার ব্যবহার করা যাচ্ছে বা নতুন কিছুতে রূপান্তরিত করা হচ্ছে৷

মার্সেলো এবার্ট ওয়াইভিওয়াই কোম্পানির কর্ণধার৷ সেই কোম্পানি সার্কুলার ক্লিনিং পণ্যের ক্ষেত্রে বিশেষ উদ্ভাবনী শক্তি দেখাচ্ছে৷ তিনি মনে করেন, ‘‘শুধু ব্রাজিলে তৈরি সব ক্লিনিং লিকুইড ভরতে হলে প্রায় ৬০০ কোটি বোতলের প্রয়োজন৷ সেই সব প্লাস্টিকের বোতল পাশাপাশি রাখলে তার দৈর্ঘ্য তিন বার চাঁদে যাতায়াতের দূরত্বের সমান হবে৷ এমন শিল্পখাত চালাতে কত প্লাস্টিকের প্রয়োজন হয়, এই হিসেব থেকে সে বিষয়ে একটা ধারণা পেতে পারেন৷''

ওয়াইভিওয়াই কোম্পানি এমন বোতল বিক্রি করে, যার মধ্যে বার বার প্রকৃতিভিত্তিক পণ্য ভরা যায়৷ বাসায় পানির সঙ্গে মিশিয়ে নিলেই সেটি ব্যবহার করা যায়৷ ব্রাজিলে এই কোম্পানির প্রায় ১০,০০০ গ্রাহক রয়েছেন৷ মার্সেলো এবার্ট বলেন, ‘‘এই সব বোতলের প্রায় ৯০ শতাংশই পানি৷ অথচ মানুষের বাসায়ই তো যথেষ্ট পানি রয়েছে, তাই না? আমার মতে, ভবিষ্যতের স্বার্থে প্যাকেজিংয়ের ব্যবহার নিয়ে যতটা সম্ভব প্রশ্ন তুলতে হবে৷ যে সব প্যাকেজিং ও উপকরণ মাত্র একবার ব্যবহার করা হয়, সেগুলি শুধু এমন সব পরিস্থিতিতে সীমাবদ্ধ রাখতে হবে, যেখানে এই মুহূর্তে অন্য কোনো সমাধানসূত্র নেই৷ চক্রাকার যুক্তির ভিত্তিতে পণ্যের কথা ভাবতে হবে৷''

সার্কুলার প্রোডাক্ট মুভমেন্ট ব্রাজিলে এখনো নতুন এক কনসেপ্ট বা ধারণা৷ কিন্তু অনেকেই সেই বাজারে প্রবেশ করতে চাইছে৷ যেমন কারোল পিচিন, যিনি টেকসই উপকরণ বিশেষজ্ঞ৷ তিনি বলেন, ‘‘এটা হলো নারকেলের তন্তু, যা মোড়ক এবং দেওয়ালে শব্দ নিরোধক হিসেবে ব্যবহার করা যায়৷ এগুলি পারা-র সোনালী ঘাসের তন্তু৷ নির্মাণের ধ্বংসস্তূপ থেকে তৈরি সিমেন্ট পাটি৷ ছত্রাক ও ব্যাকটিরিয়া৷ এ সব নতুন জিনিস৷''

কারোল ব্রাজিলে ইতোমধ্যে ৬০০-রও বেশি এমন উপাদান চিহ্নিত করেছেন, যেগুলি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ও অরগ্যানিক পদার্থ থেকে তৈরি করা যায়৷ কারোল পিচিন বলেন, ‘‘আমরা আজ পর্যন্ত যত টুল ব্যবহার করে এসেছি, সে সবই গাছপালা, প্রাণী, অণুজীব ও বর্জ্য থেকে তৈরি করা সম্ভব৷''

যতকাল না চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদনের মতো সমাধানসূত্র সমাজের নতুন মানদণ্ড হয়ে উঠবে, ততকাল আতুবা নদী ও প্রকৃতিকে আবর্জনার চাপে ভুগতে হবে৷ দিয়েগো সালদানিয়া বলেন, ‘‘কোনো একদিন এ সব বন্ধ হবে বলে আমার মনে সত্যি আশা রয়েছে৷ মানুষ তার ভোগের আচরণ সম্পর্কে ভেবে দেখবে, পরিবেশ সম্পর্কে সচেতন হবে৷ প্রতিটি মানুষ নিজস্ব অবদান রাখলে এবং সামান্য কষ্ট করলে এখানে আবর্জনা অবশ্যই কমে যাবে৷''

মার্কুস ব্যোলার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান