ব্রাজিল পিছিয়েছে : নেইমার
২২ জুলাই ২০১৪কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ চলার সময় এক ফাউলে আহত হয়ে মাঠ ছাড়েন নেইমার৷ তারপর আর ফেরা হয়নি মাঠে৷ অনেকের মতে, তাঁর অনুপস্থিতির কারণেই সেমিফাইনালে ব্রাজিলকে আর ব্রাজিল মনে হয়নি৷ সে ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল৷ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এমন ভরাডুবির জন্য কোচ স্কোলারিকেও দায়ী মনে করেন অনেকে৷ সমালোচকদের কেউ কেউ মনে করেন, খেলোয়াড় নির্বাচনে ভুল করেছিলেন স্কোলারি৷ কিন্তু নেইমার মনে করেন স্কোলারি দুর্দান্ত একজন কোচ, অসাধারণ এক নেতা, তাঁর ঘাড়ে ব্যর্থতার দায় চাপানো অন্যায়৷
‘ও গ্লোবো'-কে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘‘তাঁর মাঝে আমি অসাধারণ এক নেতা এবং ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা কোচকেই পেয়েছি৷'' বিশ্বকাপের পর পদত্যাগ করা স্কোলারির দল নির্বাচনে কোনো ভুল ছিল বলে মনে করেন না নেইমার৷ ২৩ বছর বয়সি ফরোয়ার্ড জানিয়েছেন, তাঁকে কোচ করা হলে তিনিও স্কোলারির বেছে নেয়া খেলোয়াড়দের নিয়েই দল গড়তেন৷
খেলোয়াড় নির্বাচনে ভুল না হলে জার্মানির বিপক্ষে ব্রাজিল কেন গোলবন্যায় ভাসলো? তাহলে কি স্কোলারির কৌশলে কোনো ভুল ছিল? বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবল খেলা নেইমার এ প্রসঙ্গেও দাঁড়িয়েছেন কোচের পাশে৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘সেলেসাওরা নির্দিষ্ট করে বলার মতো কোনো ভুল করেনি৷ তবে এটাও ঠিক, ফুটবলের ট্যাকটিকস বা কৌশল আমি খুব বেশি বুঝি না৷ ''
এভাবে দলের দায় সতীর্থ খেলোয়াড় এবং কোচের কাঁধ থেকে সরানোর পর ব্যর্থতার মূল কারণটাও বলেছেন ব্রাজিল বিশ্বকাপে চার গোল করা এই ফরোয়ার্ড৷ তাঁর মতে, ব্রাজিল ফুটবলে পিছিয়ে পড়ছে আর এটাই ব্যর্থতার মূল কারণ৷ নেইমার বলেন, ‘‘আমি মনে করি ব্রাজিলের ফুটবল পিছিয়েছে৷ আমাদের ফুটবলের মান জার্মানি এবং স্পেনের চেয়ে খারাপ৷ আমরা পিছিয়ে পড়েছি- এই সত্যটা স্বীকার করার মতো পৌরুষ আমাদের থাকতে হবে৷ ''
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হেরে বসা স্পেন অবশ্য এবারে বিশ্বকাপে ব্রাজিলের চেয়েও খারাপ করেছে৷ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা৷ জার্মানির কাছে সেমিফাইনালে হারার পর তৃ্তীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও (৩-০) হেরে ব্রাজিল হয়েছে চতুর্থ৷
এসিবি/জেডএইচ (এএফপি)