ব্যাপকহারে আত্মহত্যা করছে প্রাণীরা
সতর্কবার্তা: গ্রাফিক ইমেজ৷ বিশ্বে হাজার হাজার বন্য পশু নাটকীয়ভাবে মারা যাচ্ছে৷ কেন এবং কিভাবে তা ঘটছে, অধিকাংশ সময়ই জানা যাচ্ছে না৷ জলবায়ু পরিবর্তন এবং দূষনকে দায়ী করছেন কেউ কেউ৷
অধিবাসী হারাচ্ছে সমুদ্র
চলতি বছর ইতোমধ্যে অন্তত ৩৫টি পৃথক ঘটনা ঘটেছে যাতে ব্যাপক আকারে মাছ মারা গেছে৷ উপরের ছবিতে ব্রাজিলের একটি লেগুনে ৩৩ মেট্রিক টন মরা মাছ দেখা যাচ্ছে৷ এই লেগুনে চলতি বছর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করা হবে৷
সামুদ্রিক পাখিদের খাদ্যের অভাব
২০১৫ সালে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে কমপক্ষে দশ হাজার সামুদ্রিক পাখিকে মৃত পাওয়া গেছে৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে পাখির মৃত্যুর কারণ হিসেবে দেখা হচ্ছে৷
মারা যাচ্ছে কাছিম
বিলুপ্তপ্রায় সামুদ্রিক সবুজ কাছিম আক্রান্ত হচ্ছে প্রাণহানীকর হার্পিস ভাইরাস দ্বারা৷ এই ভাইরাস আক্রান্ত হলে দৃষ্টিশক্তি এবং চলাফেরার ক্ষমতা কমে যায়৷ পাশাপাশি খাদ্যে প্রতি অরুচিও সৃষ্টি হয়৷
প্রাণ হারাচ্ছে অ্যান্টিলোপস
গত বসন্তে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বেশ কয়েকটি অ্যান্টিলোপস, হরিণের মতো দেখতে এক ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী, দুই সপ্তাহের মধ্যে মারা গেছে৷ জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ আর এভাবে চলতে থাকলে চলতি বছরের মধ্যেই বিলুপ্ত হতে পারে অ্যান্টিলোপস৷
ব্যাপক হারে মারা যাচ্ছে স্কুইড
চিলির সমুদ্র উপকূলে চলতি বছরের শুরুতে ব্যাপক মৃত বড় স্কুইড জমা হয়৷ স্কুইডের মৃত্যু সেখানে বড় কোনো ব্যাপার না হলেও এখন যেহারে মারা যাচ্ছে, তা উদ্বেগজনক৷
হারিয়ে যাচ্ছে বাদুর
গত বছর ভারতের ভোপালে হঠাৎ করে কয়েক হাজার বাদুর আকাশ থেকে মাটিতে পড়ে যায়৷ এক বছর আগে এক লাখের মতো বাদুর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই অবস্থা বলে ধারণা করা হচ্ছে৷
আত্মহত্যা করছে তিমিরা
তিমিদের আত্মহত্যার পরিমাণও সাম্প্রতিক সময়ে বেড়েছে৷ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এমনকি চিলি থেকেও আসছে তাদের আত্মহত্যার খবর৷