ব্যর্থতার দায় নিয়ে কোলন থেকে সলডোর বিদায়
২৫ অক্টোবর ২০১০৪২ বছর বয়সি কোচ সলডোর অপসারণে খুব একটা হোঁচট খাননি কোলন ভক্তরা৷ কারণ চলতি মৌসুমে কোলনকে মাত্র একটি জয় এনে দিতে পেরেছেন সলডো৷ নয়টি খেলার পর কোলনের অবস্থান পয়েন্ট তালিকার একেবারে নিচে৷ সাবেক স্টুটগার্ট খেলোয়াড় সলডো ২০০৯ সালের জুলাই মাসে কোলনের দায়িত্ব নিয়েছিলেন৷ তবে তেমন কোন সাফল্য এনে দিতে পারেননি দলকে৷ ক্লাব প্রেসিডেন্ট ভোল্ফগাঙ্গ ওফারাথ বেশ দুঃখের সাথেই বললেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না৷ কিন্তু একের পর এক হারতে থাকার ধারাটা কোনভাবেই ঠেকাতে পারছিল না সলডো৷ হানোফারের বিপক্ষে দল এতোটাই খারাপ খেলেছে যে আমরা এটা করা অত্যন্ত জরুরি বলেই মনে করেছি৷''
বুন্ডেসলিগার চলতি মৌসুমে ছাঁটাই হওয়া দ্বিতীয় কোচ সলডো৷ তাঁর আগে চলতি মাসের শুরুতে সুইস কোচ ক্রিস্টিয়ান গ্রোসকে বিদায় দিয়েছে স্টুটগার্ট৷ সলডোর বিদায়ের পর কোলনের দায়িত্ব নিতে যাচ্ছেন হামবুর্গ এবং ডর্টমুন্ডের সাবেক কোচ থমাস ডোল, এমনটিই শোনা যাচ্ছে৷ সম্প্রতি তুর্কি ক্লাব গেনক্লেরবির্লিগি থেকে ছাঁটাই হয়েছেন ডোল৷
এদিকে, রবিবার বায়ার লেভারকুজেনকে ১-০ গোলে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষে চলে গেছে মাইন্স৷ খেলার ৭০ মিনিটে অস্ট্রীয় তারকা আন্দ্রেয়াজ ইভানশিৎস এর গোলের ফলেই মাইন্সের এই সাফল্য৷ নয়টি খেলার আটটিতেই জয় পেয়েছে মাইন্স৷ ফলে এপর্যন্ত নিজেদের ঝুলিতে ২৪ পয়েন্ট৷ ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লেভারকুজেন৷ তালিকার দ্বিতীয় ঘরে রয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড ২২ পয়েন্ট নিয়ে৷ এপর্যন্ত সাতটি খেলায় জয় পেয়েছে ডর্টমুন্ড৷ তবে রবিবার ১-১ গোলে ড্র হলো হফেনহাইমের সাথে৷ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ঘরে হানোফার এবং ১৫ পয়েন্ট নিয়ে হফেনহাইমের অবস্থান চতুর্থ৷
দিনের অপর খেলায় জাঙ্কট পাউলিকে ২-০ গোলে হারিয়েছে স্টুটগার্ট৷ ফলে বিপদসীমা থেকে কিছুটা উপরে উঠে এখন ১৪তম স্থানে দাঁড়িয়েছে স্টুটগার্ট৷ নতুন কোচ ইয়েন্স কেলার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম জয়৷ সাফল্য দিয়েই শুরু করলেন কেলার৷ খেলার ১৯ মিনিটে প্রথম গোল করেন গেয়র্গ নিডারমায়ার৷ অপর গোলটি আসে ৭৯ মিনিটে সার্বীয় মধ্যমাঠের খেলোয়াড় স্রাভকো কুচমানোভিচের পা থেকে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম