‘ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনূস দায়িত্ব পালন করে যাবেন’
১ মার্চ ২০১১ইউনূস বিতর্ক
‘বাংলাদেশ ব্যাংকের চিঠি, ইউনূসের গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পালন বৈধ নয়' - শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ ৬০ বছর বয়সসীমা পেরিয়ে গেলেও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল আছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস৷ বাংলাদেশ ব্যাংক সোমবার জানিয়েছে, ইউনূসের এই অবস্থান বৈধ নয়৷ কেননা, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি৷ বিষয়টি নিয়ে সোমবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে আলোচনা হয়েছে৷ ব্যাংকটির মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন প্রথম আলোকে জানিয়েছেন, ‘‘গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করে যাবেন''৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি থাকা নিয়ে প্রশ্ন'৷ পত্রিকাটি অন্য সূত্র থেকে প্রাপ্ত ইউনূসের মন্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘‘সবই আইনসম্মতভাবে করা হয়েছে উল্লেখ করে ড. ইউনূস সভায় জানান, বাংলাদেশ ব্যাংক ভুল করেছে৷''
লিবিয়া থেকে ফিরছে প্রবাসীরা
দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১০১ জন বাংলাদেশি'৷ সোমবার দুপুরে দেশে ফিরে আসেন এই লিবিয়া প্রবাসী বাংলাদেশিরা৷ আগামী কয়েকদিনের মধ্যে আরো হাজারখানেক বাংলাদেশি ফিরে আসবে বলে জানিয়েছে পত্রিকাটি৷ এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘লিবিয়া ফেরত বাংলাদেশিদের দেখভাল করছেন প্রধানমন্ত্রী'৷ ফিরে আসা বাংলাদেশিদের নিরাপদে বাড়ি পৌঁছানোসহ সার্বিক বিষয় শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তদারকি করছেন৷
শেয়ার বাজার
দৈনিক সমকালসহ কয়েকটি পত্রিকায় এই বিষয়ে সংবাদ চোখে পড়েছে৷ শিরোনাম, ‘তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে'৷ শেয়ারবাজারের কারসাজি বিষয়ে তদন্ত কমিটিকে যথাযথ সহযোগিতা করছে না নিয়ন্ত্রক সংস্থা এসইসি৷ এই অভিযোগ অবশ্য এড়িয়ে গেছেন তদন্ত কমিটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ৷ তিনি বলেছেন, এসইসির কাছ থেকে যে তথ্য চাচ্ছি, তার থেকেও অনেক বেশি তথ্য দেওয়া হচ্ছে৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন