বেলুন নিয়ে অ্যামেরিকা-চীন লড়াই
১০ ফেব্রুয়ারি ২০২৩সম্প্রতি অ্যামেরিকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল চীনের বেলুন। মার্কিন নিরাপত্তা বাহিনী সেই বেলুন গুলি করে ধ্বংস করে দেয়। অ্যামেরিকার দাবি, সেই বেলুনে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল। বেশ কয়েকটা অ্যান্টেনা ছিল। এই বেলুন নজরদারির জন্য ছেড়েছিল চীন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে খবর সংগ্রহ করছিল বেলুনটি।
অ্যামেরিকা জানিয়েছে, শুধু তাদের দেশের খবরই নয়, মোট ৪০টি দেশের খবর সংগ্রহ করছিল ওই বেলুনটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, বেলুনে যে যন্ত্রপাতি ছিল, তার থেকেই স্পষ্ট, এই বেলুনের উদ্দেশ্য ছিল চরবৃত্তি ও নজরদারি। বেলুনে অনেকগুলি অ্যান্টেনা ছিল। তার মাধ্যমে নানান তথ্য সংগ্রহ করা হচ্ছিল।
মার্কিন কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, যারা এই বেলুনটি বানিয়ে ছেড়েছিল, তাদের সঙ্গে চীনা সেনাবাহিনীর ঘনিষ্ঠ যোগ আছে।
চীনের জবাব
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ওই বেলুনটি ছিল আবহাওয়া সংক্রান্ত খবর সংগ্রহের জন্য।
তার দাবি, এই বেলুনকে গুলি করে নামানোটা একেবারেই কাম্য ছিল না। এটা হলো চীনের বিরুদ্ধে মার্কিন প্রচারের একটা অঙ্গ।
তবে কারা এই বেলুন তৈরি করেছে সেই তথ্য বেজিং দেয়নি।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমল থেকেই অ্যামেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। বাইডেন আসার পরেও তা আর ভালো হয়নি।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)