1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজীর আহমেদের সম্পদ জব্দের নির্দেশ

২৩ মে ২০২৪

দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/4gDKI
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ
বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছেছবি: bdnews24.com

পাশাপাশি বেনজীর আহমেদের নামে থাকা ৮৩টি দলিল 'ক্রোক' এবং ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজের' নির্দেশও দিয়েছে আদালত৷

বৃহস্পতিবার (২৩ মে) দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন৷

আদালতের বেঞ্চ সহকারী বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

৩১ মার্চ 'বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ' ও ৩ এপ্রিল 'বনের জমিতে বেনজীরের রিসোর্ট' শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত দুটি প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে৷

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতের কাছে বেনজীরের সম্পদ জব্দের নির্দেশ চেয়ে আবেদন করে৷ দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ আবেদন করেন৷ তবে এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি৷

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ জব্দও ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে বলে আবেদনটিতে উল্লেখ করা হয়৷

আদালতের আদেশটিতে বলা হয়, মানি লন্ডারিং আইন ২০১২ এর ১৪ ধারা ও দুদক বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেয়া হলো৷

এসএইচ/এডিকে (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য