1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটে অচলাবস্থা

৩ সেপ্টেম্বর ২০১২

বুয়েটের শিক্ষার্থীরা ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে অভিনব ‘রক্তপাত কর্মসূচি' পালন করছেন৷ তাদের কথা ভিসি তাদের রক্ত চান, তাই তারা ভিসিকে তাদের শরীরের রক্ত পাঠাচ্ছেন৷ এই রক্ত নিয়ে তাঁরা যেন বুয়েট ক্যাম্পাস ছেড়ে চলে যান৷

https://p.dw.com/p/162fC
Students and teachers of BUET demands resign of their VC. This student protest is continuing quite long time. So far, BUET administration have no response yet.
Student protest in BUETছবি: DW

বুয়েটের ভিসি, প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গতরাতে চুরির মামলা করায় সকাল থেকেই ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে৷ ছাত্র-ছাত্রীদের অবস্থান কর্মসূচি আর মিছিলে পুরো ক্যাম্পাস প্রতিবাদের ক্যাম্পাসে পরিণত হয়৷ তারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহারের দাবি জানিয়ে পলাশী মোড়ে সড়ক অবরোধ করে৷ পরে অবশ্য শিক্ষা সচিবের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে৷

এরপর তারা ভিসি, প্রোভিসির পদত্যাগের দাবিতে রক্তপাত কর্মসূচি শুরু করে৷ ভিসির কাছে পাঠানোর জন্য শিক্ষার্থীরা লাইন ধরে সিরিঞ্জ দিয়ে তাদের শরীরের রক্ত দেয়৷ এই রক্ত পাঠানো হবে ভিসির কাছে৷ তাদের কথা ভিসি যেহেতু তাদের রক্ত চান, রক্তপাত চান, তাই তারা স্বেচ্ছায় তাঁর কাছে রক্ত পাঠাচ্ছেন৷ এই রক্ত নিয়ে ভিসি, প্রোভিসি যেন বুয়েট ছেড়ে চলে যান৷

ছাত্ররা জানান, কাল সকাল পর্যন্ত তারা সময় দিয়েছেন৷ তাদের আন্দোলন চলবে৷ ভিসি-প্রোভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না৷

তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং সুশীল সমাজের প্রতিনিধিরা৷ তদেরই একজন স্থপতি ইকবাল হাবিব ডয়চে ভেলেকে জানান, বুয়েটের ভিসি, প্রোভিসির পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবেনা৷ তিনি বলেন, সরকার বিষয়টি বুঝতে যত দেরি করবে, বুয়েট তত ক্ষতিগ্রস্ত হবে৷ এখানে কোন কিছু চাপিয়ে দিয়ে তা কার্যকর করা যাবেনা৷ এদিকে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য