বুয়েটে অচলাবস্থা
৩ সেপ্টেম্বর ২০১২বুয়েটের ভিসি, প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গতরাতে চুরির মামলা করায় সকাল থেকেই ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে৷ ছাত্র-ছাত্রীদের অবস্থান কর্মসূচি আর মিছিলে পুরো ক্যাম্পাস প্রতিবাদের ক্যাম্পাসে পরিণত হয়৷ তারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহারের দাবি জানিয়ে পলাশী মোড়ে সড়ক অবরোধ করে৷ পরে অবশ্য শিক্ষা সচিবের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে৷
এরপর তারা ভিসি, প্রোভিসির পদত্যাগের দাবিতে রক্তপাত কর্মসূচি শুরু করে৷ ভিসির কাছে পাঠানোর জন্য শিক্ষার্থীরা লাইন ধরে সিরিঞ্জ দিয়ে তাদের শরীরের রক্ত দেয়৷ এই রক্ত পাঠানো হবে ভিসির কাছে৷ তাদের কথা ভিসি যেহেতু তাদের রক্ত চান, রক্তপাত চান, তাই তারা স্বেচ্ছায় তাঁর কাছে রক্ত পাঠাচ্ছেন৷ এই রক্ত নিয়ে ভিসি, প্রোভিসি যেন বুয়েট ছেড়ে চলে যান৷
ছাত্ররা জানান, কাল সকাল পর্যন্ত তারা সময় দিয়েছেন৷ তাদের আন্দোলন চলবে৷ ভিসি-প্রোভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না৷
তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং সুশীল সমাজের প্রতিনিধিরা৷ তদেরই একজন স্থপতি ইকবাল হাবিব ডয়চে ভেলেকে জানান, বুয়েটের ভিসি, প্রোভিসির পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবেনা৷ তিনি বলেন, সরকার বিষয়টি বুঝতে যত দেরি করবে, বুয়েট তত ক্ষতিগ্রস্ত হবে৷ এখানে কোন কিছু চাপিয়ে দিয়ে তা কার্যকর করা যাবেনা৷ এদিকে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন